এক্সপ্লোর
Pramod Sawant Sworn In : আয়ুর্বেদ চিকিৎসক থেকে টানা দু'বার গোয়ার মসনদ, ঝলকে প্রমোদ সাওয়ান্ত

Pramod Sawant Sworn In, Chief Minister Of Goa, Narendra Modi
1/9

সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত। এই নিয়ে টানা দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রীর আসনে ৪৮ বছরের প্রমোদ।
2/9

তুলনামূলক কঠিন লড়াইয়ে মঞ্চে অবতীর্ণ হয়ে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেরুয়া শিবিরকে ক্ষমতায় ফিরিয়েছেন। তাই বিজেপিদের হাইকমান্ড প্রমোদজ সাওয়ান্তের ওপরই ভরসা রেখেছে।
3/9

আয়ুর্বেদে চিকিৎসক প্রমোদ উত্তর গোয়ার শঙ্খলিম কেন্দ্রের তিনবারের বিধায়ক। ২০১২ সাল থেকে টানা- বিধায়ক তিনি। ওই বছর থেকেই গোয়ায় ক্ষমতায় আসে বিজেপি।
4/9

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।
5/9

উত্তরপ্রদেশে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসা যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডে ফের মসনদে বসা পুষ্কর সিংহ ধামী থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই হাজির ছিলেন সকলেই।
6/9

আপাতত প্রমোদ সাওয়ান্তের কাছে আসল চ্যালেঞ্জ মনোপর পরিক্করের ছায়া থেকে বেরিয়ে নতুনভাবে গোয়াকে পরিচালনা করা। এবারে সরকার বিরোধী হাওয়া মনোহরের ছেলের বিরোধ রুখে দলকে ক্ষমতায় ফেরাতে সক্ষম হয়েছেন তিনি।
7/9

৪০ বিধানসভার গোয়া বিধানসভায় ২০ টি আসন জেতে বিজেপি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের প্রাক্কালে জোট করলেও ফলাফলের পর বিজেপির সঙ্গে গিয়ে সরকারের শরীক হয় মহারাষ্ট্র গোমন্তক পার্টি।
8/9

বিজেপির প্রায় ৭০ হাজার কর্মী, সমর্থক শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। সবমিলিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই ফের আরবপাড়ের মসনদে বসলেন প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)
9/9

এদিকে, সর্বসম্মতিক্রমে সাওয়ান্ত নেতা নির্বাচিত করেছেন। তিনি আগামী ৫ বছরের জন্য আইনসভা দলের নেতাও থাকবেন। (ছবি-PTI)
Published at : 28 Mar 2022 04:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
