এক্সপ্লোর
Gandhi Jayanti 2022: গোড়া থেকেই অভিভাবকের ভূমিকায়, আজও সমান প্রাসঙ্গিক, মহাত্মার কথা কি মনে রেখেছি আমরা!
Mahatma Gandhi: সময় বদলে গিয়েছে ঢের। কিন্তু আজও সমান প্রাসঙ্গিক তিনি।
—ফাইল চিত্র।
1/10

গোলা-বারুদের মুখে দাঁড়িয়ে অহিংসার বুলি আওড়ানোর সহস ক’জনই বা দেখাতে পারেন। তিনি করে দেখাতে পেরেছিলেন বলেই মহাত্মা। রবিবার, ২ অক্টোবর ১৫৩তম জন্মবার্ষিকী মোহনদাস করমচাঁদ গাঁধীর।
2/10

১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাতের পোরবন্দর শহরে জন্ম। আজীবন সত্য এবং অহিংসার নীতি নিয়েই চলেছেন। সেই দক্ষিণ আফ্রিকাতেই হোক বা ভারতে।
Published at : 02 Oct 2022 03:45 PM (IST)
আরও দেখুন






















