বেশিরভাগই মাঝারি থেকে অতি মাত্রায় ভূমিকম্প প্রবণ বলে জানা গিয়েছে
1/9
গত সপ্তাহেই ভারতের বেশ কয়েকটি এলাকায় ভূকম্প অনূভূত হয়েছিল। এর মধ্যে উত্তর পূর্ব ভারতে কম্পনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। দিল্লিতে যেমন সাম্প্রতিক সময়ে অনেকবারই ভূকম্প অনূভুত হয়েছে।
2/9
কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী ড. জীতেন্দ্র সিং লোকসভায় জানিয়েছেন একটি নতুন তথ্য। লিখিত ভাবে তিনি জানান দেশের সিসমিক জোনিং ম্যাপ অনুযায়ী মোট এলাকা চারটি ভূকম্পীয় জোনে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
3/9
এই জোনগুলির বেশিরভাগই মাঝারি থেকে অতি মাত্রায় ভূমিকম্প প্রবণ বলে জানা গিয়েছে।
4/9
ভারতে ভূমিকম্পের উচ্চ মাত্রা ও উচ্চ তীব্রতার প্রধান কারণ হল, ভারতীয় টেকটনিক পাত প্রতি বছর প্রায় ৪৭ মিমি হারে এশিয়ার মূল ভূখণ্ডের দিকে প্রবেশ করছে।
5/9
ভারত সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের তরফে বলা হয়েছে দেশের প্রায় ১১ শতাংশ Zone V-এর অন্তর্গত। ১৮ শতাংশ zone IV, ৩০ শতাংশ zone III এবং বাকিটা zone II।
6/9
ভূমিকম্প প্রবণ সক্রিয় শহরগুলির তালিকার মধ্যে রয়েছে রয়েছে ভুজ, দ্বারভাঙ্গা, গুয়াহাটি, তেজপুর, শ্রীনগর, সাদিয়া, পোর্ট ব্লেয়ার, মান্ডি, কোহিমা এবং জোরহাট।