এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Narendra Modi Farm Law Repeals: 'সারমর্ম বোঝাতে পারিনি' কৃষকদের কাছে ক্ষমাপ্রার্থনা মোদির, আর কী বললেন
মোদির আবেদন, কৃষকরা এবার ক্ষেতে ফিরে আসুন
1/10

দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে ৩টি কৃষি আইন প্রত্যাহার গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর।
2/10

‘কৃষকরা মাঠে ফিরে আসুন, নতুনভাবে সব কিছু শুরু করি’, আবেদন করে প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা
3/10

আজ ভাষণের শুরুতেই মোদি বললেন, '‘ আমাদের সরকার সেবা ভাবনায় চলে, কৃষকদের অসুবিধাকে কাছ থেকে দেখেছি...কৃষক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি’'
4/10

সত্ উদ্দেশ্যে আনা আইনের সারমর্ম বোঝাতে পারিনি, ক্ষমাপ্রার্থনা করে কৃষকদের মাঠে ফিরতে আবেদন করেন প্রধানমন্ত্রী
5/10

আজ শিখ ধর্মাবলম্বীদের বিশেষ দিন । আজ গুরুপরব। শিখ ধর্মের প্রবর্তক গুরুনানকের আবির্ভাব দিবস। তাই এই দিনটিকেই বেছে নেওয়া বলে মনে করছে রাজনৈতিক মহল।
6/10

' কৃষকদের সহজে ক্ষতিপূরণ দিতে নিয়ম সংশোধন করা হয়েছে। আজ কেন্দ্রের কৃষি বাজেট আগের তুলনায় পাঁচ গুণ বেড়েছে। সওয়া লক্ষ কোটি টাকা কৃষি খাতে খরচ করা হচ্ছে’, ভাষণে বলেন মোদি
7/10

আগামী বছরের শুরুতেই রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
8/10

২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। তারপরই রাস্তায় নামেন কৃষকরা।
9/10

হরিয়ানা, পাঞ্জাব ও দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানীর দরজায়।
10/10

দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
Published at : 19 Nov 2021 12:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























