রাষ্ট্রপতি মনোনীত ৪ সদস্যের মধ্যে নাম রয়েছে তাঁর। অর্থাৎ অলিম্পিয়ান পিলাভুল্লাকান্দি থেকেরাপারামবিল উষার। কে তিনি? আরও এক বার ফিরে দেখা যাক?
2/8
২৭ জুন, ১৯৬৪। কেরলের কালিকটের কাছে পায়োলি গ্রামের এক অত্যন্ত সাধারণ পরিবারে জন্ম। দারিদ্র ও অসুস্থতা নিত্য়সঙ্গী।
3/8
লড়াইটা শুরু সেখান থেকেই। কাঠিন্যও তৈরি সেখান থেকে। খেলাধুলোয় আগ্রহ ছিল ছোটবেলা থেকে। সেই আগ্রহই কান্নুরের একটি স্পোর্টস স্কুলে পৌঁছে দিয়েছিল ছোট্ট উষাকে।
4/8
তবে ন্যাশনাল স্কুল গেমসে তার দুরন্ত গতিবেগ নজর কাড়ে জাতীয় কোচ ও এম নাম্বিয়ারের। এখান থেকেই সঠিক প্রশিক্ষণ শুরু।
5/8
১৯৮০ সালে প্রথম ভারতীয় মহিলা অলিম্পিয়ান হিসেবে মস্কো অলিম্পিকে যোগ দেন পি টি উষা।
6/8
১৯৮২ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সিলভার মেডেল পান তিনি। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
7/8
১৯৮৫ সালে জাকার্তায় এশিয়ান মিটে ৫টি গোল্ড মেডেল ও একটি ব্রোঞ্জ মেডেল আনেন এই অ্যাথলিট। সোল এশিয়ান গেমসেও চোখধাঁধানো পারফরম্যান্স ছিল স্প্রিন্ট কুইনের।
8/8
গত কয়েক বছর ধরে কেরলের কোয়িলান্ডিতে নতুন অ্যাথলিটদের প্রশিক্ষণ দেন এই বিশিষ্ট ক্রীড়াবিদ। লক্ষ্য একটাই। মেয়েদের আরও বেশি অ্যাথলেটিক্সে উৎসাহিত করা।