এক্সপ্লোর
WB Election 2021 News: আজ থেকেই চালু 'মা ক্যান্টিন', পাঁচ টাকায় মিলবে ভাত, ডাল, সব্জি ও ১টি ডিম

চালু হচ্ছে রাজ্য সরকারের 'মা ক্যান্টিন'
1/9

আজ, সোমবার থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের মা প্রকল্প। এই প্রকল্পে ক্যান্টিনে পাঁচ টাকায় মিলবে ভাত, ডাল, সব্জি ও ১টি ডিম।
2/9

আজ এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার সবকটি বরো অফিসের ক্যান্টিনে আজ দুপুর ২টো থেকে ৫ টাকায় ডিম-ভাত পাওয়া যাবে।
3/9

আপাতত কয়েকটি ওয়ার্ডে ট্রায়াল দিয়ে শুরু হবে এই প্রকল্প। পরে, কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই 'মা' প্রকল্প চালু করা হবে।
4/9

এবারের রাজ্য বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিদিন ১টা থেকে ২টো অবধি খাবার পাওয়া যাবে ৷ আগে এলে আগের ভিত্তিতে খাবার পাওয়া যাবে ৷
5/9

স্থির হয়েছে, কলকাতা পুরসভার প্রতিটি বরোয় প্রথম দফায় হবে। তারপর প্রতিটি পুরসভায় একটি করে হবে ৷ তবে, এই রান্নাঘরের সস্তার খাবার পেতে হলে নির্দিষ্ট সময়ে হাজির হতে হবে। যখন খুশি গেলে মিলবে না খাবার।
6/9

স্বনির্ভর গোষ্ঠী এই খাবার রান্না করবে। পরে এই কাজে স্বেচ্ছাসেবী সংগঠন ও পাড়ার লোকেদের যুক্ত করা হবে। পরবর্তীকালে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য শহরেও শুরু হবে এই প্রকল্প।
7/9

উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে গরিব মানুষকে সস্তায় খাবারের ব্যবস্থা করতে বামেরা স্থানীয় ভাবে চাঁদা তুলে বিভিন্ন এলাকায় শ্রমজীবী ক্যান্টিন নামে কমন কিচেন চালু করেছে।
8/9

জনপ্রিয় হয়ে ওঠা ওই ক্যান্টিনগুলিতে অনুদান দিয়েছেন অরাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষও।
9/9

দেশপ্রিয় পার্ক পুজো কমিটিও এক সময় শহরের গরিব মানুষের জন্য সস্তার ক্যান্টিন চালু করেছিল। তবে ওই ক্যান্টিনে নিরামিষ খাবারই দেওয়া হতো।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
