এক্সপ্লোর
Life Insurance Corporation of India: পরাধীন ভারতে গড়ে ওঠে ভিত, এত বছর ধরে নিশ্চয়তার ঠিকানা, LIC-কে ঘিরে আজ আশঙ্কার মেঘ
Adani Group: ইংরেজ আমলে শুরু হয় ভিত স্থাপন। যাত্রা শুরু স্বাধীন ভারতে। আদানি গোষ্ঠীর সঙ্গে নাম জড়ানোয় LIC-কে ঘিরে আশঙ্কার মেঘ।
আলোচনার কেন্দ্রে LIC.
1/15

‘জিন্দেগী কে সাথ ভি, জিন্দেগী কে বাদ ভি’, কর্পোরেট অফিসে বসে সাজানো শব্দবন্ধ বলে দাগিয়ে দেওয়া যায় অনায়াসে। কিন্তু আম ভারতীয়, কেটে খাওয়া ভারতীয়, সুস্থ জীবনের স্বপ্ন দেখে ভারতীয়র ভরসা হয়ে উঠেছিল এই পঙক্তি।
2/15

জীবন বিমার কথা উঠলেই তাই সবার আগে কানে বাজে দূরদর্শনের পর্দায় ভেসে ওঠা, বেতারে শোনা সেই সৃষ্টি, ভারতীয় জীবন বিমার (LIC) হাত ধরে আম ভারতীয়র জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে যা। অনিশ্চিত জীবনে যুগ যুগ ধরে মানুষকে নিশ্চয়তার আশ্বাস জুগিয়ে এসেছে এই মন্ত্র।
Published at : 08 Feb 2023 02:32 PM (IST)
আরও দেখুন






















