এক্সপ্লোর
PM Modi meditation: স্বামীজি মূর্তির সামনে ধ্যানস্থ মোদি, ৪৫ ঘণ্টার মৌনব্রত, করবেন না অন্নগ্রহণ, প্রকাশ্যে ছবি
PM Modi meditation : যখন ঘর ছেড়েছিলেন তখন তাঁর মাথায় ছিল শুধু শ্রীরামকৃষ্ণ দেবের ভাব, স্বামী বিবেকানন্দের আদর্শ। ছুটে গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সঙ্ঘাধ্যক্ষের স্বামী আত্মস্থানন্দের কাছে।
স্বামীজি মূর্তির সামনে গেরুয়া বসনে ধ্যানস্থ মোদি
1/9

শনিবার বারাণসীতে ভোট। লোকসভা ভোটের শেষ দফা। তারপরই আগামী ৪ জুন জানা যাবে জনতার রায়। প্রচার শেষে আগামী ১ জুন পর্যন্ত ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/9

পূর্ব ঘোষণা মতোই তিনি, বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ু পৌঁছন প্রধানমন্ত্রী । এদিনই তামিলনাড়ুর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান শুরু করেছেন নরেন্দ্র মোদি। রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগেও কঠিন রীতি পালন করেছিলেন প্রধানমন্ত্রী। এবারও নিজেকে বেঁধেছেন কড়া নিয়মে।
3/9

রামকৃষ্ণ - বিবেকানন্দের আদর্শের কথা প্রায়ই শোনা যায় তাঁর মুখে। তিনি নিজেই জানিয়েছেন, যখন ঘর ছেড়েছিলেন তখন তাঁর মাথায় ছিল শুধু শ্রীরামকৃষ্ণ দেবের ভাব, স্বামী বিবেকানন্দের আদর্শ। ছুটে গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সঙ্ঘাধ্যক্ষের স্বামী আত্মস্থানন্দের কাছে। সন্ন্যাস গ্রহণের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। আজীবন আত্মস্থানন্দ মহারাজ তাঁর সঙ্গে গুজরাতিতে কথা বলতেন।
4/9

কন্যাকুমারীতে গিয়ে তাঁর যৌবনের আদর্শ বিবেকানন্দের মূর্তির সামনেই বসেছেন ধ্যানে। প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, মন্দ্রিত হচ্ছে ওঁ । আর স্বামীজির মূর্তির সামনেই ধ্যানমগ্ন তিনি।
5/9

বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী । ৪৫ ঘণ্টা সেখানে আধ্যাত্মিক সাধনা করবেন তিনি। তার আগে ভগবতী আম্মান মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী।
6/9

জানা গিয়েছে, এই ৪৫ ঘণ্টা তিনি মৌন থাকবেন। গ্রহণ করবেন না অন্ন। এর আগে জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের আগেও ১১ দিনের উপবাস রেখেছিলেন বলে জানা গিয়েছিল।
7/9

২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের পর কেদারনাথ গুহায় ধ্যানকরেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর এই ধ্যান করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দলগুলি, প্রধানমন্ত্রীর এই ধ্যানমগ্ন হওয়াকে প্রচারের হাতিয়ার হিসেবেই দেখছেন। কেমন ক্যামেরার সামনে ধ্যান, প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি।
8/9

প্রধানমন্ত্রী মোদির সফরের আগে কন্যাকুমারীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে । মোদির জন্য সেখানে ২০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে বলে খবর। এছাড়াও সমুদ্র উপকূলে নিরাপত্তা কয়েক গুণ।
9/9

ভারতের মূল ভূখন্ডের দক্ষিণ প্রান্ত -কন্যাকুমারীর সৈকত থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত এই দ্বীপ। এখানেই স্বামী বিবেকানন্দ ১৮৯২ সালে তিন দিন তিন রাত ধ্যানমগ্ন ছিলেন। বর্তমানে শিলার উপর একটি ধ্যানমণ্ডপ নির্মিত হয়েছে।
Published at : 31 May 2024 12:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















