এক্সপ্লোর
PM Modi meditation: স্বামীজি মূর্তির সামনে ধ্যানস্থ মোদি, ৪৫ ঘণ্টার মৌনব্রত, করবেন না অন্নগ্রহণ, প্রকাশ্যে ছবি
PM Modi meditation : যখন ঘর ছেড়েছিলেন তখন তাঁর মাথায় ছিল শুধু শ্রীরামকৃষ্ণ দেবের ভাব, স্বামী বিবেকানন্দের আদর্শ। ছুটে গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সঙ্ঘাধ্যক্ষের স্বামী আত্মস্থানন্দের কাছে।
স্বামীজি মূর্তির সামনে গেরুয়া বসনে ধ্যানস্থ মোদি
1/9

শনিবার বারাণসীতে ভোট। লোকসভা ভোটের শেষ দফা। তারপরই আগামী ৪ জুন জানা যাবে জনতার রায়। প্রচার শেষে আগামী ১ জুন পর্যন্ত ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/9

পূর্ব ঘোষণা মতোই তিনি, বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ু পৌঁছন প্রধানমন্ত্রী । এদিনই তামিলনাড়ুর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান শুরু করেছেন নরেন্দ্র মোদি। রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগেও কঠিন রীতি পালন করেছিলেন প্রধানমন্ত্রী। এবারও নিজেকে বেঁধেছেন কড়া নিয়মে।
Published at : 31 May 2024 12:11 PM (IST)
আরও দেখুন






















