এক্সপ্লোর
Jun Malia on Covid19: মেদিনীপুরের ২৫টি ওয়ার্ডের করোনা আক্রান্ত ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করলেন জুন

মেদিনীপুরের ২৫টি ওয়ার্ডের করোনা আক্রান্ত ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করলেন জুন
1/9

২০২১ বিধানসভা নির্বাচনের অন্যতম হেভিওয়েট তারকা প্রার্থী ছিলেন জুন মালিয়া। তৃণমূলের হয়ে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। জয়লাভও করেছিলেন।
2/9

নির্বাচন, শপথগ্রহণ সেরে মেদিনীপুরের উন্নয়নের কাজেই ফিরলেন জুন। আজ থেকে করোনা আক্রান্ত ও তাঁদের পরিবারের জন্য কমিউনিটি কিচেন শুরু করলেন তিনি।
3/9

'আহা রে আহার' নামের এই কিচেনে বিনামূল্যে প্রতিদিন খাবার পাবেন মেদিনীপুরের ২৫টি কোভিড ওয়ার্ডের করোনা আক্রান্ত ও তাঁদের পরিবারের মানুষেরা।
4/9

কোভিড পজিটিভ রিপোর্ট নির্দিষ্ট নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই করোনা আক্রান্ত ও হোম আইসোলেশানে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে খাবার।
5/9

সোশ্যাল মিডিয়ায় প্রথমদিনের প্রকল্পের সমস্ত ছবি শেয়ার করেন জুন।
6/9

শুধু কমিউনিটি কিচেনই নয়। এদিন রক্তদানেরও আয়োজন করা হয়েছিল। সেখানেও উপস্থিত থাকেন জুন।
7/9

এদিন মাস্ক বিলি করতেও দেখা গেল নবনির্বাচিত বিধায়ককে।
8/9

সেইসঙ্গে নিজের দলের সমস্ত কর্মী সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন জুন। লিখেছেন, তাঁদের ছাড়া এত কাজ সামলাতে পারতেন না তিনি।
9/9

ছবি সৌজন্যে: জুন মালিয়ার ইনস্টাগ্রাম
Published at : 19 May 2021 11:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
