এক্সপ্লোর
Rath Yatra Rashifal: রথযাত্রায় ৫৩ বছর পর বিরল যোগ, জগন্নাথ দেবের আশীর্বাদে কপাল খুলবে ৫ রাশির
Rath Yatra 2024 Rashifal: রবিবার বিকেলে টান পড়বে রথের রশিতে।
রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী, ছবি সূত্র- Shree Jagannatha Temple Office, Puri
1/8

হিন্দুধর্মে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব।ছবি সূত্র- Shree Jagannatha Temple Office, Puri
2/8

৫৩ পছর পর এ বছর ফের একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা। রবিবার বিকেলে টান পড়বে রথের রশিতে। ছবি সূত্র- Shree Jagannatha Temple Office, Puri
3/8

পঞ্জিকা অনুসারে রথযাত্রার দিন থাকছে চন্দ্র দর্শন, রবি পুষ্য যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ। পাশাপাশি সেদিনই কর্কট রাশিতে গোচর করবে শুক্র। ছবি সূত্র- Shree Jagannatha Temple Office, Puri
4/8

শুভ যোগের প্রভাবে রথযাত্রা থেকে ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের। বৃষ রাশির ব্যবসায় উন্নতির নতুন সুযোগ। ভাগ্যের বিশেষ সহায়তা পাবেন এই রাশির জাতকরা।
5/8

মিথুন রাশিতেও সৌভাগ্যের সূচনা। দীর্ঘদিনের ইচ্ছে এই সময় পূরণের যোগ আছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।
6/8

কর্কট রাশিতে শুক্রের গোচরে ভাগ্যে পর পর শুভ যোগ। মনের সব ইচ্ছে পূরণ হবে। দাম্পত্য জীবন দারুণ সুখের হবে।
7/8

বৃশ্চিক রাশিতেও সাফল্য। কর্মক্ষেত্রে কোনও ক্ষতি তাঁরা করতে পারবেন না কেউ। বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক লাভও হবে।
8/8

কুম্ভ রাশিতে শনির বক্রী যোগ আছে। তবে রথযাত্রার এই বিরল যোগে কেরিয়ারে উন্নতি হবে। জীবনের সব ক্ষেত্রেই ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
Published at : 07 Jul 2024 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















