এক্সপ্লোর
Ratha Yatra 2024: অর্ধশতক পরে বিশেষ তিথিতে রথযাত্রা! বিকেলে রথের রশিতে টান! তার আগে কেমন দেখতে লাগছে রথ?
Puri Ratha Yatra: পুরীর জগন্নাথধামের রথযাত্রা নিয়ে বিশেষ আকর্ষণ থাকেই। এই রথযাত্রা দেখতে ছুটে আসেন বহু ভক্ত।

পুরীর রথযাত্রা। ছবি: X@SJTA_Puri
1/10

৩টি রথের সাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আলাদা আলাদা রঙের সাজে সেজে উঠেছে জগন্নাথ দেব, ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রথ। তিনটি রথের বাইরের অংশে, ঘোড়া ও অন্য অংশের সাজানো সম্পূর্ণ।
2/10

রথযাত্রার আগে যাবতীয় প্রস্তুতি চরমে। বিধি মেনে সব কাজ এগোচ্ছে। মন্দিরের সামনে রাখা রয়েছে রথ।
3/10

বার্ষিক রথযাত্রার আগে নিয়ম মেনেই হয়েছে চন্দনযাত্রা, স্নান যাত্রা। সেই অনুষ্ঠানেও সারা দেশ থেকে ভক্ত সমাগম হয়েছিল পুরীতে।
4/10

রথযাত্রা হিন্দুদের কাছে অন্যতম বড় পবিত্র এবং প্রধান উৎসব। রথযাত্রা ঘিরে একাধিক বিশ্বাস ও প্রথা রয়েছে। পুরীর রথযাত্রা সবসময়েই বিশেষ আকর্ষণ। এই সময় সারা দেশ থেকে, এমনকী বিদেশ থেকেও ভক্ত ও উৎসাহীরা ভিড় জমান এখানে
5/10

রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা স্তর তৈরি হয়েছে পুরী-সহ গোটা ওড়িশায়। যাতাযাতের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। হাসপাতালের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০ জুন তাঁর জন্মদিনে নয়াদিল্লির জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেছিলেন৷ রাষ্ট্রপতি পুরীতে এবারের রথযাত্রায় অংশ নেবেন৷
6/10

৫৩ পছর পর এ বছর ফের একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা। এ বার ২দিন ধরে রথযাত্রা উৎসব হবে। রবিবার বিকেলে টান পড়বে রথের রশিতে। কিছুটা এগিয়ে থেমে যাবে যাত্রা। সোমবার ফের রথযাত্রা হবে।
7/10

রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী। শুরু হয়েছে ভক্তদের সমাগম। প্রত্য়েক বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ ও নেত্র উৎসব অনুষ্ঠিত হয়। তিথি অনুয়ায়ী এ বছর একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা। এর আগে ১৯৭১ সালে এমন ঘটনা ঘটেছিল।
8/10

শাস্ত্রীয় রীতি অনুয়ায়ী, স্নান যাত্রার পরদিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভ্রদার জ্বর আসে। তাঁদের আলাদা ঘরে রাখা হয়। জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহের রূপটানের অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানকে বলে নবযৌবন বেশ ও নেত্র উৎসব। সাধারণত এই উৎসবের পরের দিন রথযাত্রার তিথি পড়ে।
9/10

কিন্তু, এ বছর একইদিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা পড়েছে। ফলে রবিবার বিকেলে রথের রশিতে টান পড়বে। কিছুটা এগিয়ে এদিন থেমে যাবে রথযাত্রা। সোমবার ফের মাসির বাড়ির দিকে যাবে জগন্নাথ, বলরাম ও সুভ্রদার রথ।
10/10

সোমবারও রথের অনুষ্ঠান হওয়ায়, ওইদিনও ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার। উৎসবে যোগ দিতে বিপুল ভিড় পুরীর জগন্নাথধামে। সব ছবি: (X@SJTA_Puri)
Published at : 07 Jul 2024 07:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
