এক্সপ্লোর
Opposition Leaders Visit in Manipur : 'নিয়ন্ত্রণরেখার মতো পরিস্থিতি', আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন মণিপুর-ফেরত বিরোধী নেতারা
সম্প্রতি দুই দিনের সফরে মণিপুরে যান বিরোধী শিবিরের একদল সাংসদ।

আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন মণিপুর-ফেরত বিরোধী নেতারা
1/10

আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবে ২১ সাংসদের প্রতিনিধিদল, যারা সম্প্রতি হিংসা-বিধ্বস্ত মণিপুর পরিদর্শন করে এসেছে। এমনই খবর কংগ্রেস সূত্রের।
2/10

ওই সূত্রের আরও খবর, আজ বেলা সাড়ে ১১টা নাগাদ সাক্ষাৎ-পর্ব রয়েছে। ওই আলোচনাপর্বে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের প্রতিনিধিরা রাষ্ট্রপতির কাছে মণিপুর ও হরিয়ানার ইস্যু তুলবেন। এর পাশাপাশি সংসদ পরিচালনা নিয়েও কথা হতে পারে।
3/10

সম্প্রতি দুই দিনের সফরে মণিপুরে যান বিরোধী শিবিরের একদল সাংসদ।
4/10

দু'টি গ্রুপে ভাগ হয়ে তাঁরা কুকি সম্প্রদায় অধ্যুষিত চূড়াচাঁদপুর ও মেইতি অধ্যুষিত বিষ্ণুপুর ও ইম্ফল পশ্চিম জেলা ঘুরে দেখেন। এইসব এলাকায় আশ্রয় নিয়েছেন ঘরছাড়া মানুষগুলো।
5/10

গত ৩ মে থেকে চলতে থাকা মণিপুর-হিংসায় প্রায় ১৫০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৬০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া।
6/10

মণিপুরের রাজধানী ইম্ফলে মেইতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা একাধিক সংগঠনের বিশাল মিছিলের আবহেই দুই দিনের সফরে যান বিরোধী দলের সাংসদরা।
7/10

হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনের আগে, অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, "মণিপুরে নিয়ন্ত্রণরেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হাতে অস্ত্র তুলে নিয়েছেন মেইতি ও কুকি সম্প্রদায়ের মানুষজন। যার জেরে ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলার পরিস্থিতি। যেসব যুবকের স্কুল-কলেজে পড়াশোনা করার কথা, তাঁরা অস্ত্র হাতে নিজেদের গ্রাম পাহারা দিচ্ছেন।"
8/10

হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর, আবার সরব হন গগৈ। তিনি দাবি জানান, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত হওয়া উচিত যে, কীভাবে মানুষের উপর হামলা চালিয়ে তাঁদের খুন করা হল।
9/10

কংগ্রেসের তরফে গৌরব গগৈ ও অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও, ওই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- তৃণমূলের সুস্মিতা দেব, আরজেডি-র মনোজ ঝা, এনসিপির বন্দনা চৌহ্বান, জেএমএম-এর মহুয়া মাঝি, সিপিএমের এআর রহিম, ডিএমকে-র কানিমোঝি, জেডিইউ-র রাজীব রঞ্জন লালন সিং, আপের সুশীল গুপ্তা ও এসপি-র জাভেদ আলি খান।
10/10

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী এর আগে অশান্তি-দীর্ণ মণিপুর ঘুরে দেখেন। সেখানে শান্তি পুনরুদ্ধারের দাবি জানান তিনি।
Published at : 02 Aug 2023 08:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
