এক্সপ্লোর
Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোয় জমজমাট চন্দননগর, কৃষ্ণনগর থেকে কলকাতা-- সর্বত্র চলছে দেবীর আরাধনা

1/10

2/10

3/10

4/10

5/10

কৃষ্ণনগর নুড়িপাড়া বারোয়ারি পুজোর এবার ১২৮-তম বর্ষ। একমাত্র এখানেই চারদিন ধরে জগদ্ধাত্রী পুজো হয়। তাই দেবীকে ডাকা হয় চারদিনী মা। প্রতিমা সাবেকী।
6/10

পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো এবার ৪৭ বছরে পা দিল।করোনা আবহে এবার প্যাকেটে করে ভোগের প্রসাদ বিতরণের সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের।
7/10

৩৭ বছরে পড়ল মহর্ষি দেবেন্দ্র রোডে নিমতলা টিম্বার মার্চেন্টসের জগদ্ধাত্রী পুজো। এলাকার কাঠ ব্যবসায়ীরা পুজোর আয়োজন করেন। এবার করোনা আবহে কমানো হয়েছে প্রতিমার উচ্চতা। চন্দননগরের মতো এখানেও চারদিন ধরে জগদ্ধাত্রী পুজো হয়। এবার বন্ধ রাখা হয়েছে নবমীর পংক্তিভোজন।
8/10

৭৭ বছরে পা দিল চন্দননগর পালপাড়া সর্বজনীনের জগদ্ধাত্রী পুজো। অষ্টমীর সকালে এখানে কুমারী পুজোও হয়। করোনা আবহে এবারের থিম পাড়ার পুজো। সংক্রমণ এড়াতে ত্রিস্তরীয় মণ্ডপ তৈরি হয়েছে। ঘরে বসে পুজোর আনন্দ উপভোগ করার আবেদন জানিয়েছে এই পুজো কমিটি। প্রতিমার ডাকের সাজ।
9/10

৪৮ বছরে পা দিল চন্দননগর দৈবকপাড়া সর্বজনীনের জগদ্ধাত্রী পুজো। পটচিত্র দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। প্রতিমা সাবেকী।
10/10

চন্দননগর বড়বাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোর এবার ৫৮-তম বর্ষ। বিশাল প্রতিমার ডাকের সাজ।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
