এক্সপ্লোর
North 24 Parganas: 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রচারে সাইকেলে করে লাদাখের পথে নিমতার বিপ্লব দাস

'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রচারে সাইকেলে করে লাদাখের পথে নিমতার বিপ্লব দাস
1/10

যে হারে পথ দুর্ঘটনা বাড়ছে তা নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্প নেওয়া হয়েছে। (সব তথ্য ও ছবি - সমীরণ পাল)
2/10

আর তাকে দেশজুড়ে আরও বেশি প্রচার করার জন্য এবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন নিমতা ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার বিপ্লব দাস।
3/10

দেশজুড়ে দুর্ঘটনা কমাতে প্রচারে নামার জন্য সাইকেল অভিযান শুরু করলেন তিনি।
4/10

আজ সকালে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দফতর থেকে এই অভিযান শুরু করেন বিপ্লব।
5/10

প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করবেন, যাবেন লাদাখ পর্যন্ত।
6/10

সাইকেলে প্রচার চালাবেন দুর্ঘটনা রোধে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে।
7/10

নিমতার বাসিন্দা বিপ্লব দাসকে উৎসাহিত করেন ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা। সঙ্গে ছিলেন ব্যারাকপুর কমিশনারেট ডিসি ট্রাফিক সন্দীপ কারার।
8/10

প্রায় দশ দিনের এই দুর্গম সফর আজ তিনি শুরু করলেন। এর আগে তিনি সিকিম সীমান্ত, চিন সীমান্তে গেছিলেন।
9/10

লাদাখ অভিযান তাঁর এই প্রথম বলে জানান বিপ্লব দাস। বিপ্লবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
10/10

বিপ্লব জানান ডিউটি করতে গিয়ে নিজের চোখের সামনে অনেক মর্মান্তিক দুর্ঘটনা দেখেছেন। তাই দেশজুড়ে দুর্ঘটনা কমাতে তিনি এই উদ্যোগ নিয়েছেন।
Published at : 28 Jul 2021 08:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
