এক্সপ্লোর
Health News: প্ল্যানড সিজারে শিশুর ক্যান্সারের ঝুঁকি বেশি, ছোট্ট শরীরে বাসা বাঁধতে পারে লিউকেমিয়া, উঠে এল গবেষণায়
Planned C-Section Risks: বিপদের ইঙ্গিত মিলেছিল। শিশুর জন্মের পদ্ধতির সঙ্গে তার শরীরে বাসা বাঁধা রোগের সংযোগ পেলেন বিজ্ঞানীরা। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

মারণ রোগ থাবা বসাচ্ছে শিশুর শরীরেও। ছোট্ট শরীরকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে ক্য়ান্সার। তার কার্যকারণ খুঁজতে গিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল। জানা গেল, প্ল্যানড সি সেকশনের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের মধ্যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (Acute Lymphoblastic Leukemia/ALL) রোগের ঝুঁকি তুলনামূলক বেশি। প্রাকৃতিক উপায়ে জন্মগ্রহণ করা শিশুদের চেয়ে প্ল্যানড সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের মধ্যে এই ঝুঁকি ২১ শতাংশ বেশি প্রায়।
2/11

প্ল্যানড সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি বলে আগেও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এবার সুইডেনের একটি গবেষণাতেও একই তথ্য ধরা পড়ল। প্রসব যন্ত্রণার আগে পরিকল্পিত ভাবে অস্ত্রোপচার করে শিশুকে মায়ের গর্ভ থেকে বের করে আনার পদ্ধতিকেও প্ল্যানড সি-সেকশন বা প্ল্যানড সিজার বলা হয়।
Published at : 30 Jul 2025 02:06 PM (IST)
আরও দেখুন






















