মৃত্যুর মাত্র ৩৮ দিন আগে আদিত্য শেয়ার করেছিলেন পরিবারের এই ছবি।
2/6
দেশের কনিষ্ঠতম সঙ্গীত পরিচালক হিসেবে আদিত্যর লিমকা বুক অফ রেকর্ডসে নাম উঠেছিল।
3/6
তাঁর এক বোন রয়েছেন, কবিতা পড়োয়াল। তিনিও গান করেন।
4/6
মা অনুরাধার বিরাট প্রভাব ছিল তাঁর জীবনে। আদিত্য একবার বলেন, মানুষ আমার মায়ের গান শুনে মুগ্ধ হয়ে যায়। মায়ের গাওয়া আরতি ও মন্ত্র বহু লোকের জীবন বদলে দিয়েছে, তাই ওঁর বলিউডি গান আমি মিস করি না।
5/6
১৯ অগাস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ছিলেন অনুরাধা পড়োয়ালের একমাত্র ছেলে আদিত্য। গণেশ চতুর্থীতে নিজের কম্পোজ করা একটি গণেশ বন্দনার ব্যাপারে তথ্য দিয়ে পোস্ট করেন।