এক্সপ্লোর
Vijaya Dashami: সিঁদুরখেলা-ধুনুচি নাচে দেশজুড়ে উদযাপন দশমী, পালিত দশেরাও
Durga Puja 2023:উমাকে বিদায়ের পালা। দেবীবরণের বিভিন্ন মুহূর্ত নানা জেলায়
নিজস্ব চিত্র
1/10

সারা দেশেই দেবীর বিদায়। নয়া দিল্লিতে প্রতিমা নিরঞ্জনের সময় এক মুহূর্ত।
2/10

দুর্গাপুজোর ধুম ছিল জবলপুরেও। দশমীর দিন সিঁদুরখেলা আর ধুনুচি নাচ।
3/10

উমাকে বিদায়ের পালা। দেবীবরণের এক মুহূর্ত। পাটনার এক দুর্গাপুজো মন্ডপে।
4/10

একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার দিন। দশমীর দিন ত্রিপুরার আগরতলার এক পুজো মন্ডপে।
5/10

দশমীর দিনেই নিয়ম মেনে অনেকে দেবী নিরঞ্জন করে থাকেন। কলকাতায় গঙ্গাতেও প্রতিমা নিরঞ্জনের এক মুহূর্ত।
6/10

বাংলা থেকে দূরে থেকেও দুর্গাপুজোর সব আনন্দ উপভোগ করে থাকেন অনেকেই। প্রবাসী বাঙালি সংগঠন আয়োজন করেন দুর্গাপুজোর। হায়দরাবাদে তেমনই একটি পুজোয় সিঁদুর খেলা।
7/10

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিয়ম মেনে দুর্গাপুজো। বিজয়া দশমীর দিন চলছে দেবীর নিরঞ্জন।
8/10

কুলুতে চলেছে আন্তর্জাতিক দশেরা উৎসব। সেখানেই উপচে পড়েছে ভিড়।
9/10

গতকাল একদিকে দুর্গা দশমী ছিল, অন্যদিকে নবরাত্রি শেষে দশেরাও। পটনায় গাঁধী ময়দানে দশেরা উৎসবে বাজির প্রদর্শনী।
10/10

উত্তরপ্রদেশের গোরখপুরে বিজয়াদশমী উপলক্ষে শোভাযাত্রা। উপস্থিত খোদ যোগী আদিত্যনাথ।
Published at : 25 Oct 2023 08:02 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















