এক্সপ্লোর
শাহরুখের মান্নাত বাংলোয় ঘর ভাড়া নিতে চান? দেখুন কত খরচ পড়বে

1/6

শাহরুখ খানের মান্নাত হেরিটেজ বাংলো। শাহরুখ একবার বলেন, যদি তাঁর হাতে কখনও একটা পয়সাও না থাকে, তবু তিনি মান্নাত বিক্রি করবেন না।
2/6

একজন আবার রসায়ন পড়ুয়াদের জন্য তাঁর কাছ থেকে উপদেশ চান। শাহরুখ তাঁকে যোগাযোগ করতে বলেন ম্যায় হুঁ না-য় তাঁর রসায়নের অধ্যাপক সুস্মিতা সেনের সঙ্গে।
3/6

শাহরুখের শেষ ছবি জিরো বক্স অফিসে সুপার ফ্লপ। তারপর এখনও তিনি নতুন কোনও ছবির কথা ঘোষণা করেননি।
4/6

নেটিজেনরা তাঁর প্রশংসা করেন এমন চটজলদি বুদ্ধিদীপ্ত জবাব দেওয়ার জন্য।
5/6

শাহরুখ সঙ্গে সঙ্গে জবাব দেন, ৩০ বছরের পরিশ্রম।
6/6

শাহরুখ অল্পদিন আগে টুইটারে অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দেন। একজন তাঁকে প্রশ্ন করেন, স্যার আমি মান্নাতে একটা ঘর ভাড়া নিতে চাই। কত খরচ পড়বে?
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
