এক্সপ্লোর
Nazca Line: মরুভূমিতে ভিনগ্রহীদের রানওয়ে? প্রাচীন রহস্য আজও ঘিরে রয়েছে এই এলাকাটিকে
বিশ্বের বিস্ময় নাজকা রেখা
1/10

পল্লবী দে, কলকাতা: মরুভূমি মানেই তা জনমানবহীন। প্রাণের স্পর্শটুকুও পাওয়া যায় না সেখানে৷ যতদূর তাকানো যায়, কেবল শুকনো মরুপ্রান্তর৷ অথচ সেই মরুতটেই লুকিয়ে হাজার হাজার বছরের প্রাচীন রহস্য। যার সঠিক উদঘাটন হয়নি একুশ শতকের বিশ্বে।
2/10

পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা। প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৫০০ বর্গকিলোমিটার বিস্তৃত এলাকাটি। যদিও এটিকে মরুভূমি না বলে মালভূমি বলাই শ্রেয়। এখানেই রয়েছে বিশ্বের বিস্ময় নাজকা রেখা।
Published at : 12 Feb 2022 03:00 PM (IST)
আরও দেখুন






















