এক্সপ্লোর
Diwali 2023: UK-তে সাড়ম্বরে দীপাবলি উদযাপন, ভারতীয় দূতাবাসে ওয়েলস্-র দুই বর্ষীয়ান মন্ত্রী
Diwali Celebrations in Wales: ইউকে-তে ভারতীয় দূতাবাসে এবার সাড়ম্বরে পালন করা হল দীপাবলি।
প্রতীকী ছবি
1/10

ইউকে-তে ভারতীয় দূতাবাসে এবার সাড়ম্বরে পালন করা হল দীপাবলি।
2/10

বিদেশের মাটিতেই নাচে, গানে মেতে উঠলেন ভারতীয়রা।
3/10

দীপাবলির অনুষ্ঠানে বাজানো ঢোল বাজালেন পাঞ্জাবীরা।
4/10

এই প্রথমবার ওয়েলসের দুই বর্ষীয়ান মন্ত্রী (স্বাস্থ্য ও অর্থনীতি) ভারতীয় দূতাবাস আয়োজিত দীপাবলিতে অংশ নিলেন।
5/10

বুধবার কার্ডিফে, ভারত সরকার দ্বারা আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে, আগামী বছরের জন্য, ওয়েলস এবং ভারতের মধ্যে অর্থনৈতিক উদ্যোগের পরিকল্পনা নিয়েও ঘোষণা করা হয়।
6/10

মূলত যার লক্ষ্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করে তোলা।
7/10

সেন্ট ডেভিড ডে -দিনেই ভারতে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য ইভেন্টসগুলি দিল্লি,মুম্বই, বেঙ্গালুরু-সহ বেশ কয়েকটি শহরে পরিকল্পনা নেওয়া হয়েছে।
8/10

অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী এলুনেড মরগান, অর্থ মন্ত্রী ভন গেথিং, ডেপুটি হাইকমিশনার সুজিত ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ আগরওয়াল।
9/10

রাজ আগরওয়াল বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য আগামী বছর বেশ কয়েকটি ইভেন্ট আয়োজন করার জন্য অপেক্ষায় আছি।
10/10

তিনি আরও বলেন, আজ এখানে ভারতীয় ছাত্রদের দেখে খুবই আনন্দিত। যারা মূলত ওয়েলসের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।
Published at : 11 Nov 2023 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























