এক্সপ্লোর
Mikhail Gorbachev: রক্তপাত ছাড়াই মিটমাট আমেরিকার সঙ্গে, সোভিয়েত সাম্রাজ্য খানখান হওয়ায় ‘ঘরশত্রু’ হয়েই ছিলেন গর্বাচভ
Mikhail Gorbachev Death: সোভিয়েত ইউনিয়ন খানখান হয়ে যাওয়ার জন্য তাঁকে দায়ী করেন রুশ নাগরিকদের একাংশ। কিন্তু বিনা রক্তপাতে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটিয়ে আরও একটি বিশ্বযুদ্ধ রুখে দিয়েছিলেন মিখাইল গর্বাচভই।
প্রয়াত মিখাইল গর্বাচভ। ছবি: রয়টার্স।
1/10

সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচভ প্রয়াত। সুপার পাওয়ার হওয়ার দৌড় থেকে ছিটকে যাওয়ার জন্য আজও তাঁকেই দায়ী করেন রাশিয়ার মানুষ। কিন্তু ৯১ বছরের জীবনে কখনও আদর্শের সঙ্গে সমঝোতা করেননি তিনি। তাই নিজের দেশে ‘বিশ্বাসঘাতক’ হয়ে রয়ে গেলেও, শান্তি এবং মানবিকতা বোধের জন্য গোটা বিশ্বে সমাদৃত তিনি।
2/10

সাত বছরেরও কম সময় চলেছিল তাঁর শাসনকাল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন খানখান হয়ে রাশিয়ার উৎপত্তি, সোভিয়েত কর্তৃত্ব থেকে পূর্ব ইউরোপের দেশগুলির স্বাধীনতা এবং সর্বোপরি বিনা রক্তপাতে ঠান্ডা যুদ্ধের অবসান, একের এক পালক যুক্ত হয়েছে তাঁর মুকুটে। তা করতে গিয়ে যদিও নিজের দেশেই ‘ঘরশত্রু’ বলে প্রতিপন্ন হতে হয়েছে। তবে সেই দেশ ছাড়ার কথা একবারও ভাবেননি গর্বাচভ।
Published at : 31 Aug 2022 03:52 PM (IST)
আরও দেখুন






















