এক্সপ্লোর
Iran Fish Rain: জ্যান্ত এসে পড়ল মাটিতে, ইরানে মাছবৃষ্টির নেপথ্যে কী রয়েছে?
Viral News: আকাশ থেকে মাছ ঝরে পড়া সম্ভব না কি অসম্ভব? ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত এবং পিক্সাবে।

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত এবং পিক্সাবে।
1/10

বন্যার সময় জল থেকে ডাঙায় উঠে আসে মাছ। তাই বলে আকাশ থেকেও মাছ ঝরে পড়তে দেখেছেন কখনও? সম্প্রতি এমনই অভিজ্ঞতা হয়েছে ইরানের। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত ও পিক্সাবে।
2/10

মে মাসের গোড়ায় ইরানের ইয়াসুজ এলাকায় মাছ-বৃষ্টি নেমে আসে। বৃষ্টির ফোঁটা ছিল নামমাত্র, বরং টুপটাপ আকাশ থেকে ঝরে পড়ে মাছ। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
3/10

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আজব কাণ্ড বলে দাগিয়ে দেন কেউ কেউ, কেউ কেউ আবার ওই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
4/10

ওই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। তবে আকাশ থেকে মাছ ঝরে পড়া একেবারেই অস্বাভাবিক ঘটনা নয়, এর নেপথ্যে বৈজ্ঞানিক কার্যকারণ রয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
5/10

টর্নেডো নেমে এলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা জানিয়েছেন, টর্নেডো যখন এগোয়, তীব্র ঘূর্ণিতে সমুদ্র থেকে মাছও উঠে আসে। যা উপরে উঠে গিয়ে পরে বৃষ্টির সঙ্গে মাটিতে নেমে ঝরে পড়ে।
6/10

ন্যাশনাল জিওগ্রাফিকের বিশেষজ্ঞদের মতে, শুধু মাছ নয়, তীব্র ঘূর্ণির মুখে পড়ে ব্যাঙ, বাদুড়, জেলিফিশ, কচ্ছপ, পোকামাকড়, পঙ্গপাল, পাখি, কাঁকড়া, টর্নেডোর মধ্যে ঢুকে যায়। প্রথমে ঘূর্ণির সঙ্গে উপরের দিকে উঠে যায়, তার পর ঝরে পড়ে।
7/10

বিজ্ঞানীরা জানিয়েছেন, সমুদ্র বা সাগর পেরনোর সময় টর্নেডোর মধ্যে ঢুকে যায় সামুদ্রিক প্রাণী। ঘূর্ণির ভিতরেই আটকে থাকে তারা। পরে টর্নেডো দাপট হারালে মাটিতে নেমে আসে, যাতে আকাশ থেকে মাছ ঝরে পড়ছে বলে মনে হয়।
8/10

তবে এই প্রথম বার নয়। আকাশ থেকে মাছ ঝরে পড়ার দৃশ্য আগেও সামনে এসেছে। ২০২০ সালে ইরানের তেহরান থেকেই এমন ঘটনা সামনে আসে। সেই সময় যদিও অপপ্রচারের অভিযোগে পাঁচ জনকে আটক করে পুলিশ। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
9/10

এমনিতে আকাশ থেকে বৃষ্টি, শিলা বৃষ্টি, বিমানের আবর্জনা, মহাকাশযানের ধ্বংসাবশেষ ঝরে পড়ার নিদর্শন রয়েছে। কিন্তু বৃষ্টির সঙ্গে মাছ ঝরে পড়তে দেখা যায় না সচরাচর।
10/10

তাই ইরান থেকে ভিডিও এবং ছবি সামনে আসার পর ধন্দে পড়ে যান অনেকেই। ভিডিও-য় যা দেখানো হয়েছে, তা সত্য হোক বা মিথ্যা, আকাশ থেকে মাছ ঝরে পড়ার ঘটনা বিরল হলেও অস্বাভাবিক নয় বলে মত বিজ্ঞানীদের।
Published at : 15 May 2024 06:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
