এক্সপ্লোর
World Travel Market: লন্ডনে ভারতের পর্যটনের পসরা!'Incredible India'-তে আসার ডাক
Union Ministry of Tourism: ভারতের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে একটি আলোচনাসভারও আয়োজন করা হয়েছিল।
নিজস্ব চিত্র
1/9

লন্ডনে আয়োজিত হল ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট (World Travel Market)। লন্ডনে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট।
2/9

ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক যোগ দিয়েছিল ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন একাধিক ট্রাভেল অপারেটর এবং রাজ্যের পর্যটন দফতরেও।
3/9

এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পর্যটন মন্ত্রকের সেক্রেটারি V Vaidhyavathi, লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশন।
4/9

ভারতের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে একটি আলোচনাসভারও আয়োজন করা হয়েছিল।
5/9

ওই আলোচনাসভায় ইংল্যান্ডের ট্রাভেল ও ট্যুর অপারেটর এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরাও উপস্থিত ছিলেন।
6/9

আলোচনাসভার মূল বিষয় ছিল ‘Incredible India! Visit India Year 2023’
7/9

শুধু আলোচনাই নয়। ওই সভায় আয়োজন ছিল ভারতের নানা প্রান্তের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। ভারতের সাংস্কৃতিক বিভিন্নতা তুলে ধরা হয়েছে।
8/9

World Travel Market 2023- কে একটি মঞ্চ হিসেবেও ব্যবহার করতে চেয়েছিল ভারতের পর্যটন মন্ত্রক।
9/9

ট্রাভেল ও ট্যুরিজমের সঙ্গে জড়িত বিভিন্ন মঞ্চের মধ্যে ঠিকমতো যোগাযোগ গড়ে তুলতে পর্যটন মন্ত্রকের সাহায্যে এই কাজ করা হয়েছে।
Published at : 08 Nov 2023 10:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























