এক্সপ্লোর
চমকপ্রদ সাফল্য, বিশ্বের সবচেয়ে স্থুলকায় শিশুর ওজন চার বছরে কমল ১০৮ কেজি
1/6

আরিয়ার ওজন কমানোর চেষ্টা শুরু হয়েছিল ২০১৬-তে। তখন চার বয়স ছিল ১০। ট্রেনার জানিয়েছেন, তিনি যখন আরিয়ার বাবা-মার সঙ্গে প্রথমবার দেখা করেছিলেন,তখন তার দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে জেনে নিয়েছিলেন। এরপর তিনি ভারসাম্যমূলক খাওয়ার আরিয়ানকে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। Photo- Getty
2/6

আরিয়ার একটি অস্ত্রোপচার হয়েছে। কিন্তু তার শরীরের অতিরিক্ত চামড়া ঢিলে হয়ে পড়েছে। এই সমস্যা দূর করতে কমপক্ষে দুটি অস্ত্রোপচার করতে হবে। Photo- Getty
Published at :
আরও দেখুন






















