এক্সপ্লোর
Natural Science: মুরগি না ডিম, পৃথিবীতে কার আবির্ভাব আগে, উত্তর দিচ্ছে বিজ্ঞান
Nature History: বইয়ের পাতায় হোক, বা ক্যুইজে, টিভি স্ক্রিনে অথবা লোকমুখে, জীবেন একবার না একবার এই প্রশ্নের মুখে পড়েছি আমরা সকলেই। কী বলছে বিজ্ঞান, জানুন। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/12

ছোট থেকে রহস্য গল্প হয়ত গুলে খেয়েছেন। বিজ্ঞান, কল্পবিজ্ঞান, ইতিহাস, গোগ্রাসে গিলেছেন। কিন্তু জীবনে কোনও না কোনও সময়, কোনও না কোনও মুহূর্তে, কোনও একটি প্রশ্নে হোঁচট খেতে হয়েছে।
2/12

সাধারণ মানুষ তো বটেই, তাবড় বোদ্ধারাও উত্তর দিতে গিয়ে থতমত খেয়ে যান। হাতিঘোড়া কোনও ব্যাপার নয়, প্রশ্ন একটাই, পৃথিবীর বুকে কার আবির্ভাব আগে, মুরগি না ডিমের!
Published at : 09 Feb 2023 03:22 PM (IST)
আরও দেখুন






















