এক্সপ্লোর
World Oceans Day 2022: পরিবেশ বাঁচাতে নজর থাকুক সমুদ্রে, বার্তা দেয় এই দিনটি
নিজস্ব চিত্র।
1/10

খাবার থেকে অক্সিজেন। সবকিছুরই উৎস সমুদ্র। বিজ্ঞানীরা বলে থাকেন, বিশ্বে যত পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় তার একটি সিংহভাগ আসে সমুদ্র থেকে। খাদ্য়েরও একটি বড় অংশের যোগান দেয় সমুদ্রই।
2/10

স্থলভাগে যে জীবমন্ডল রয়েছে, তার থেকে ঢের বড় জীবমন্ডল রয়েছে পৃ্থিবীর জলভাগে। বিশ্বের তাপমাত্রা, খাবারের জোগান, পরিবেশের ভারসাম্য। এরকম একাধিক বিষয় নির্ভর করে সমুদ্রের উপর। শুধু তাই নয়। বিশ্ব অর্থনীতিরও একটি বড় অংশ সমুদ্র্রের উপর নির্ভরশীল।
Published at : 08 Jun 2022 02:09 PM (IST)
আরও দেখুন






















