এক্সপ্লোর
World Water Day 2023: বাড়ছে জনসংখ্যা, কমছে জলের পরিমাণ! সঙ্গে দূষণের চোখরাঙানি
Water Conservation: প্রতিবছর ২২ মার্চ পালিত হয় বিশ্ব জল দিবস।
প্রতীকি চিত্র
1/10

জলের অপর নাম জীবন- প্রাইমারি স্কুলে নানা সময়ে রচনা লিখতে গিয়ে এই লাইন আমরা প্রায় সকলেই লিখেছি। নানা সময়ে পড়েছি বা শুনেছি বহুশ্রুত একটি কবিতার লাইনও। 'water, water everywhere and not a drop to drink'-- স্যামুয়েল টেলর কোলরিজের লেখা বিখ্যাত কবিতার একটি লাইন।
2/10

বিশ্বের ৯০ ভাগ জল- কিন্তু তার সামান্য কিছু অংশ পানীয় হিসেবে খাওয়ার যোগ্য। অর্থাৎ পরিস্রুত পানীয় জল খুব বেশি নেই। যেটুকু রয়েছে সেটাও সম-বণ্টন নয়। অন্যদিকে ক্রমশ জনসংখ্যা বেড়ে চলেছে। ফলে সাবধান না হলে ভয়াবহ জলকষ্টের মুখে পড়তে পারে গোটা পৃথিবী। বিজ্ঞানী ও পরিবেশবিদদের একটি বড় অংশ বহুদিন ধরেই এমন সতর্কবার্তা দিয়ে আসছেন।
Published at : 22 Mar 2023 06:41 PM (IST)
আরও দেখুন






















