এক্সপ্লোর
Wildlife of India: জলাভূমির পাশেই বাড়ি, ৪ বছরে সাবালক, বাচ্চা দেখভালে সমান দায়িত্ব বাবা-মায়ের!
Painted Stork: ভারতীয় উপমহাদেশের অতি পরিচিত পাখি। ক্রান্তীয় এলাকায় এর দেখা মেলে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/8

জলা-জঙ্গলে, জঙ্গল ঘেরা জলাভূমিতে এদের প্রায়শই দেখা যায়। জলাভূমির ধারে ঝাঁক বেঁধে থাকে, বলা ভাল কলোনি করে বসবাস এদের। নাম পেইন্টেড স্টর্ক (Painted Stork). বাংলায় সাধারণভাবে একে সারস বলেই চিনি। এটি সারস প্রজাতিরই একটি পাখি।
2/8

পেইন্টেড স্টর্ক (Painted Stork) ভারতীয় উপমহাদেশের অতি পরিচিত পাখি। ক্রান্তীয় এলাকায় এর দেখা মেলে। ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু এলাকায় সারস দেখা যায়। মূলত নীচু জলাভূমি এলাকার এই বাসিন্দা প্রাকৃতিক ভারসাম্যের অন্য়তম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
Published at : 24 Apr 2023 02:39 PM (IST)
আরও দেখুন






















