এক্সপ্লোর
জানেন, সুশান্তের হাত থেকে এই ছবিগুলি বেরিয়ে গিয়েছিল কেন?
1/9

নভশ্চর রাকেশ শর্মার বায়োপিক তৈরি করার কাজ শুরুর কথা ছিল এ বছরই। ছবিতে মুখ্য ভূমিকায় ভাবা হয়েছিল সুশান্তকেও। যদিও এই চরিত্রে অভিনয় করতে পারেন শাহরুখ বা ভিকি কৌশলও। এমন কথাও শোনা যায়। তবে এই ছবির কাজ এখনও এগোয়নি।
2/9

মহেশ ভট্টর 'সড়ক ২'তেও কাজ করার কথা ছিল সুশান্তেরই। কিন্তু পরবর্তীতে কী ভাবে যেন সুশান্তের জায়গায় নিয়ে নেওয়া হয় আদিত্য রয় কপূরকে।
Published at :
আরও দেখুন






















