এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
জানেন, সুশান্তের হাত থেকে এই ছবিগুলি বেরিয়ে গিয়েছিল কেন?
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184610/3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/9
![নভশ্চর রাকেশ শর্মার বায়োপিক তৈরি করার কাজ শুরুর কথা ছিল এ বছরই। ছবিতে মুখ্য ভূমিকায় ভাবা হয়েছিল সুশান্তকেও। যদিও এই চরিত্রে অভিনয় করতে পারেন শাহরুখ বা ভিকি কৌশলও। এমন কথাও শোনা যায়। তবে এই ছবির কাজ এখনও এগোয়নি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184723/10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নভশ্চর রাকেশ শর্মার বায়োপিক তৈরি করার কাজ শুরুর কথা ছিল এ বছরই। ছবিতে মুখ্য ভূমিকায় ভাবা হয়েছিল সুশান্তকেও। যদিও এই চরিত্রে অভিনয় করতে পারেন শাহরুখ বা ভিকি কৌশলও। এমন কথাও শোনা যায়। তবে এই ছবির কাজ এখনও এগোয়নি।
2/9
![মহেশ ভট্টর 'সড়ক ২'তেও কাজ করার কথা ছিল সুশান্তেরই। কিন্তু পরবর্তীতে কী ভাবে যেন সুশান্তের জায়গায় নিয়ে নেওয়া হয় আদিত্য রয় কপূরকে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184713/9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মহেশ ভট্টর 'সড়ক ২'তেও কাজ করার কথা ছিল সুশান্তেরই। কিন্তু পরবর্তীতে কী ভাবে যেন সুশান্তের জায়গায় নিয়ে নেওয়া হয় আদিত্য রয় কপূরকে।
3/9
!['রোমিও-আকবর-অল্টার' ছবিতেও জনের চরিত্রটিতে কাজ করার কথা ছিল সুশান্তেরই। হয়েছিল লুক টেস্টও। দেখুন ছবি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184703/8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'রোমিও-আকবর-অল্টার' ছবিতেও জনের চরিত্রটিতে কাজ করার কথা ছিল সুশান্তেরই। হয়েছিল লুক টেস্টও। দেখুন ছবি।
4/9
![এরপর 'বেফিকরে' ছবিটিও সুশান্তের হাতছাড়া হয়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184646/6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর 'বেফিকরে' ছবিটিও সুশান্তের হাতছাড়া হয়।
5/9
![অভিষেক কপূরের 'ফিতুর' ছবিতেও কাজ করার কথা ছিল সুশান্তের। কিন্তু তখন তিনি ধোনির বায়োপিক নিয়ে ব্যস্ত।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184633/5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিষেক কপূরের 'ফিতুর' ছবিতেও কাজ করার কথা ছিল সুশান্তের। কিন্তু তখন তিনি ধোনির বায়োপিক নিয়ে ব্যস্ত।
6/9
![২০১৫ সালে আরও একটি বিগ ব্যানারের ছবিতে কাজ করা হয়নি সুশান্তের। বাজিরাও মস্তানি। বাজিরাওয়ের চরিত্রে সুশান্তই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। কিন্তু সেই সময় 'পানি' বলে একটি ছবি নিয়ে ব্যস্ত ছিলেন সুশান্ত। তাই বাজিরাও হাতছাড়া হয়, অন্যদিকে 'পানি' ছবিটিও তৈরি হয়নি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184622/4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৫ সালে আরও একটি বিগ ব্যানারের ছবিতে কাজ করা হয়নি সুশান্তের। বাজিরাও মস্তানি। বাজিরাওয়ের চরিত্রে সুশান্তই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। কিন্তু সেই সময় 'পানি' বলে একটি ছবি নিয়ে ব্যস্ত ছিলেন সুশান্ত। তাই বাজিরাও হাতছাড়া হয়, অন্যদিকে 'পানি' ছবিটিও তৈরি হয়নি।
7/9
!['রামলীলা'তেও রণবীরের চরিত্রটিতে কাজ করার কথা ছিল সুশান্তেরই। পরে অবশ্য ওই চরিত্রটিতে অভিনয় করেন রণবীরই।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184610/3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'রামলীলা'তেও রণবীরের চরিত্রটিতে কাজ করার কথা ছিল সুশান্তেরই। পরে অবশ্য ওই চরিত্রটিতে অভিনয় করেন রণবীরই।
8/9
![২০১৩ সালের মারকাটারি হিট 'আসিকি ২'। জানেন এই ছবিতেও অডিশন নেওয়া হয়েছিল সুশান্তের। কিন্তু শেষে তাঁকে টেক্কা দিয়ে বাজি জিতে নেন আদিত্য রায় কপূর।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184558/2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৩ সালের মারকাটারি হিট 'আসিকি ২'। জানেন এই ছবিতেও অডিশন নেওয়া হয়েছিল সুশান্তের। কিন্তু শেষে তাঁকে টেক্কা দিয়ে বাজি জিতে নেন আদিত্য রায় কপূর।
9/9
![হয়েছিল লুক টেস্ট। কিন্তু খলজী হওয়া হয়নি সুশান্তের। এই চরিত্রে পরবর্তীতে অভিনয় করেন রণবীর।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29184547/1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হয়েছিল লুক টেস্ট। কিন্তু খলজী হওয়া হয়নি সুশান্তের। এই চরিত্রে পরবর্তীতে অভিনয় করেন রণবীর।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)