এক্সপ্লোর
Akshaya Tritiya 2024 : অক্ষয় তৃতীয়ায় চমকাবে ভাগ্য, অক্ষয় হবে সমৃদ্ধি, ৩ রাশির উন্নতির প্রবল সম্ভাবনা
এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে অর্থাৎ শুক্রবার। ১০০ বছর পর এবার অক্ষয় তৃতীয়ায় গজকেশরী রাজযোগও গঠিত হবে।
অক্ষয় তৃতীয়ায় চমকাবে ভাগ্য, অক্ষয় হবে সমৃদ্ধি
1/9

অক্ষয় তৃতীয়া ৷ পাঁজি মতে, পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভদিন ৷ পয়লা বৈশাখের মতো এদিনও হালখাতা হয় দোকানে দোকানে ৷ সেই উপলক্ষ্যে লক্ষ্মী-গণেশের পুজো করাতে এদিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা ৷
2/9

অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ, দ্বাপরযুগ ও ত্রেতাযুগের সূচনা হয়। কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়া দান ধ্যানের জন্যও গুরুত্বপূর্ণ। এই দিনে, কর্ম, সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানবধর্ম অনুসরণ করুন।
Published at : 07 May 2024 05:23 PM (IST)
আরও দেখুন






















