এক্সপ্লোর
Durga Puja 2024 : নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
প্রতিপদে পূজিতা মা শৈলপুত্রী । তিনি শ্বেতবস্ত্র পরিহিতা। শৈলপুত্রীর বাহন নন্দী । মায়ের ডান হাতে একটি ত্রিশূল এবং বাম হাতে একটি পদ্ম রয়েছে।
নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী
1/8

নবরাত্রির প্রথম দিন প্রতিপদ। শুক্রবার নবরাত্রি পুজোর প্রথম দিন। দেবী দুর্গা (Devi Durga) এদিন থেকে নয়টি রূপে পূজিত হবেন।
2/8

নবরাত্রিতে পূজিতা দেবীর এই নয়টি রূপ হল, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী।
Published at : 03 Oct 2024 07:38 AM (IST)
আরও দেখুন






















