এক্সপ্লোর
Goddess Lakshmi: বৃহস্পতিবার কী করলে চঞ্চলা হবেন না মা লক্ষ্মী
Maa Lakshmi: মা লক্ষ্মীর পুজো করা হয় সংসারের সমৃদ্ধির জন্য। পাশাপাশি মনে করা হয় মা লক্ষ্ণী খুব চঞ্চলা। বৃহস্পতিবার কিছু কাজ করলে তিনি স্থায়ীভাবে বাড়িতে থাকবেন।
মা লক্ষ্মী
1/10

বৃহস্পতিবার সকালে উঠে স্নান করার পর বাড়ির প্রধান দরজায় খড়িমাটি দিয়ে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকুন। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি ঢুকবে।
2/10

নির্দিষ্ট ও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মীর মূর্তি, ছবি বা ঘট রেখে পুজো করুন। এতে দেবী সন্তুষ্ট হবেন।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
3/10

বৃহস্পতিবার নিয়ম নীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করার পর পাঁচালি পড়ুন। এর ফলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয়।
4/10

মা লক্ষ্মীকে দেওয়ার জন্য একসঙ্গে প্রচুর প্রসাদ এনে ঠাকুর ঘরে বেশি দিন ধরে সংরক্ষণ করবেন না। এর ফলে রুষ্ট হন দেবী।
5/10

মা লক্ষ্মীকে ধাতু বা কাঠের তৈরি কোনও সিংহাসনে রাখুন। সিংহাসনে ঠাকুরকে রাখলে তিনি অত্যন্ত প্রসন্ন হন।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
6/10

ঠাকুর পুজোর জন্য আলাদা আসন রাখবেন। একই আসনে বসে সবাই পুজো করবেন না।
7/10

মা লক্ষ্মীর পুজোর সময় আমরা যে ফুল নিবেদন করি তা প্রতিদিন পরিষ্কার করতে হবে। ঠাকুরের কাছে পচা ফুল যেন না থাকে।(ছবি সৌজন্য-পিটিআই)
8/10

মা লক্ষ্মীর পুজোর সময় অতিরিক্ত উগ্র ধূপ ব্যবহার করবেন না। এতে দেবী অসন্তুষ্ট হন। (ছবি সৌজন্য-পিটিআই)
9/10

ঠাকুরকে যেখানে রাখবেন সেখানে যাতে সূর্যের আলো প্রবেশ করে তার দিকে খেয়াল রাখবেন।(ছবি সৌজন্য-পিটিআই)
10/10

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 18 Sep 2024 04:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























