এক্সপ্লোর
Prayagraj Magh Mela: মহাকুম্ভের 'মহড়া' আসন্ন মাঘমেলা, সাজছে প্রয়াগরাজ
Religion:দিনপাঁচেক আগে গঙ্গার পুজো দিয়েই প্রয়াগরাজে মাঘমেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সন্ন্যাসী, পুরোহিতদের সঙ্গে ওই পুজোর দিন হাজির ছিলেন প্রশাসনের কর্তাব্যক্তিরাও।
মহাকুম্ভের 'মহড়া' আসন্ন মাঘমেলা, সাজছে প্রয়াগরাজ (ছবি:PTI)
1/8

দিনপাঁচেক আগে গঙ্গার পুজো দিয়েই প্রয়াগরাজে মাঘমেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সন্ন্যাসী, পুরোহিতদের সঙ্গে ওই পুজোর দিন হাজির ছিলেন প্রশাসনের কর্তাব্যক্তিরাও। মেলা যাতে নির্বিঘ্নে মেটে, সে দিকে নজর রাখতে গিয়ে তার পর থেকে আর দম ফেলার সময় নেই প্রশাসনের।
2/8

বছরখানেক পর মহাকুম্ভ। তারই মহড়া হবে এবারের মাঘমেলায়, অন্তত সেই রকম নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই এই বছর মেলা উপলক্ষ্যে বেশ কিছু বিশেষ ব্যবস্থা থাকছে প্রয়াগরাজে।
Published at : 13 Dec 2023 06:35 AM (IST)
আরও দেখুন






















