এক্সপ্লোর
Jamai Sasthi 2024 : মাস ঘুরলেই জামাইষষ্ঠী, কেন হঠাৎ জামাইদের এত খাতিরযত্ন? জেনে নিন দিনক্ষণ
Jamai Sasthi Date : এক কালে জামাই ষষ্ঠীর উপলক্ষ্যে জামাইকে নেমন্তন্ন করার মাধ্যমে একবার মেয়েকে দেখার সুযোগ মিলত। তাই জামাইকে আদর যত্ন করা হত বেশি।

সেলেবদের জামাইষষ্ঠী, ছবি : ইনস্টাগ্রাম
1/7

বাঙালির ঘরে ঘরে পালন হয় জামাই ষষ্ঠী । এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলে। জামাই ষষ্ঠীর সঙ্গে জুড়ে আছে সন্তানের মঙ্গলকামনার ভাবনা।
2/7

এক কালে জামাই ষষ্ঠীর উপলক্ষ্যে জামাইকে নেমন্তন্ন করার মাধ্যমে একবার মেয়েকে দেখার সুযোগ মিলত। তাই জামাইকে আদর যত্ন করা হত বেশি। যাতে সে মেয়েকে সুখে রাখে।
3/7

ফি বছর বাংলার জ্যৈষ্ঠ মাসে দিনটি পালন করা হয়। এবারও সেইমতোই শ্বশুরবাড়িতে পাত পেড়ে ভূরিভোজ করবেন আদরের জামাইরা।
4/7

আবার এও বলা হয়, বিভিন্ন মাসে, ‘ষষ্ঠীর থানে’ পুজো দেন মায়েরা। তাঁর কৃপায় নাকি সন্তান আসে কোলে। সন্তানরা সুস্থভাবে বড় হয়। বাংলার মায়েরা জামাইকে সন্তানের দৃষ্টিতেই দেখেন, তাই জামাইয়ের মঙ্গলকামনাতেও পালিত হয় একটি ষষ্ঠী।
5/7

জামাইয়ের কপালে মঙ্গলকারী দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন। জামাইয়ের দীর্ঘায়ু কামনায় মা ষষ্ঠীর তেল-হলুদের ফোঁটাও দেন। তেল-হলুদে ডুবিয়ে সুতো কবজিতে বেঁধে দেন শাশুড়ি-মা
6/7

ষষ্ঠীর কোনও মূর্তি হয় না। লোকদেবী ষষ্ঠীর প্রতীক গাছে নিবেদন করা হয় পুজো। জৈষ্ঠ্য মাসে বাংলার গাছগাছালি আম, জাম, লিচু, কাঁঠালে ভরে ওঠে ৷ তাই শাশুড়িরা ষষ্ঠীর দিন জামাইকে এই ফলের থালা সাজিয়ে দেন ৷
7/7

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। বাংলা পঞ্জিকা অনুসারে, এবার জামাই ষষ্ঠী পালিত হবে, জুন মাসের ১২ তারিখ, শুক্রবার, জৈষ্ঠ মাসের ২৯ তারিখ।
Published at : 11 May 2024 04:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
