এক্সপ্লোর
Kali Puja 2023: দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা, তন্ত্র মতে পূজিতা বামাক্ষ্যাপার কালী
Birbhum News: মাছ, মাংস, চাল ও কলাই ভাজা দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়
ফাইল ছবি
1/9

সাধক বামাক্ষ্যাপার কালী পুজো ঘিরে আজও উৎসবে মেতে ওঠেন বীরভূমের আটলা গ্রামের বাসিন্দারা।
2/9

শোনা যায়, আমাবস্যা রাতে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠের মহাশশ্মান থেকে গ্রামে এসে মায়ের পুজো করতেন।
3/9

বীরভূমের তারাপীঠ থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম।
4/9

১৮৩৭ সালে এই গ্রামে জন্মগ্রহণ করে ছিলেন বামাচরণ চট্টোপাধ্যায়। পরে যিনি খ্যাত হন সাধক বামাক্ষ্যাপা নামে।
5/9

আটলা গ্রামের মা কালীর নাম ন্যাড়া কালি। শুরু থেকেই পুজো করে আসছেন বামাক্ষ্যাপার বংশধরেরা।
6/9

শোনা যায়, কালীপুজো দিন আমাবস্যা রাতে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠের মহাশশ্মান থেকে গ্রামে এসে মায়ের পুজো করতেন।
7/9

কালীর বৈশিষ্ট্য হল এখানে নীলাম্বরী মা এবং এলোকেশী। এখানে মায়ের কোনও মুকুট থাকে না। এখানে তন্ত্র মতে মায়ের পুজো হয়।
8/9

মাছ, মাংস, চাল ও কলাই ভাজা দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়।
9/9

বামদেবের মন্দিরেই মায়ের পুজো হয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পুজো দেখত।
Published at : 11 Nov 2023 06:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















