এক্সপ্লোর
Lakshmi Puja 2023 : কেন বলা হয় কোজাগরী পূর্ণিমা? কী মন্ত্রে তুষ্ট করবেন দেবী লক্ষ্মীকে ?
Lakhsmi Puja 2023 Rituals : সারা রাত জেগে পুজো করাই কোজাগরী পুজো করার মূল রীতি।

কী মন্ত্রে তুষ্ট করবেন দেবী লক্ষ্মীকে ?
1/7

আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় লক্ষ্মী পূর্ণিমা (Lakshmi Purnima) বা শারদীয় পূর্ণিমা। জ্যোতিষীদের মতে, এই রাতটি চাঁদের ষোলটি ধাপে পূর্ণ।
2/7

কোজাগরী শব্দের আক্ষরিক অর্থ কে জেগে আছে? রাতে জেগে থেকে দেবীর আরধানা করাই রীতি। কথিত আছে এদিন মর্ত্যে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আর্শীবাদ করেন।
3/7

রাত পর্যন্ত দেবী লক্ষ্মীর আরাধনা শেষে সারারাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত। আসলে সারা রাত জেগে পুজো করাই কোজাগরী পুজো করার মূল রীতি।
4/7

মা লক্ষ্মী দেখেন, রাতে কে জেগে আছেন পৃথিবীতে । কে তাঁর পুজো করছেন পূর্ণ ভক্তির সাথে। সেই অনুযায়ী তাঁর ঘরে বিরাজ করেন দেবী। এমনটাই বিশ্বাস সকলের।
5/7

এদিন দেবীকে প্রণাম জানিয়ে বলতে হয়, 'ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী।'
6/7

দেবীকে প্রণাম জানাতে হবে এই মন্ত্রে - পুষ্পাঞ্জলি মন্ত্র : নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে। যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।।
7/7

এ বছর শারদ পূর্ণিমা ২৮অক্টোবর শনিবার পালিত হবে, যা সকাল ৪:১৭ মিনিটে শুরু হবে এবং পরের দিন, ২৯ অক্টোবর রবিবার রাত ১: ৫৬ মিনিট পর্যন্ত চলবে।
Published at : 26 Oct 2023 09:08 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
