এক্সপ্লোর
Lakshmi Puja 2023 : কেন বলা হয় কোজাগরী পূর্ণিমা? কী মন্ত্রে তুষ্ট করবেন দেবী লক্ষ্মীকে ?
Lakhsmi Puja 2023 Rituals : সারা রাত জেগে পুজো করাই কোজাগরী পুজো করার মূল রীতি।
কী মন্ত্রে তুষ্ট করবেন দেবী লক্ষ্মীকে ?
1/7

আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় লক্ষ্মী পূর্ণিমা (Lakshmi Purnima) বা শারদীয় পূর্ণিমা। জ্যোতিষীদের মতে, এই রাতটি চাঁদের ষোলটি ধাপে পূর্ণ।
2/7

কোজাগরী শব্দের আক্ষরিক অর্থ কে জেগে আছে? রাতে জেগে থেকে দেবীর আরধানা করাই রীতি। কথিত আছে এদিন মর্ত্যে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আর্শীবাদ করেন।
Published at : 26 Oct 2023 09:08 AM (IST)
আরও দেখুন






















