এক্সপ্লোর
Ram Navami Ayodhya : রামনবমীতে ৪০ লাখ ভক্তের সমাগম হতে পারে অযোধ্যায়, যাচ্ছে ১,১১,১১১ কেজি লাড্ডু
Ayodhya Ram Mandir : এবার বিরাট সংখ্যক ভক্তের আগমন ঘটতে পারে মন্দিরে। প্রত্যাশিত ভক্তের সংখ্যা বিবেচনা করে ট্রাস্টের তরফে সাতটি সারি করে দর্শকদের দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।

রামনবমীতে ৪০ লাখ ভক্তের সমাগম হতে পারে অযোধ্যায়
1/9

১৭ এপ্রিল রামনবমী। অযোধ্যার রাম মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। অভিষেকের পর এবার প্রথম রামনবমীতে পূজিত হবেন রামলালালা।
2/9

ফৈজাবাদ জেলা প্রশাসন এবং উত্তরপ্রদেশ সরকার এই বৃহৎ অনুষ্ঠানের আগে চূড়ান্ত প্রস্তুতি দিচ্ছে। মন্দির চত্বরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল মন্দির ২০ ঘন্টা করে দর্শনের জন্য খোলা থাকবে রামলালার দরজা।
3/9

এবার বিরাট সংখ্যক ভক্তের আগমন ঘটতে পারে মন্দিরে। প্রত্যাশিত ভক্তের সংখ্যা বিবেচনা করে ট্রাস্টের তরফে সাতটি সারি করে দর্শকদের দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
4/9

মনে করা হচ্ছে, রাম নবমী উপলক্ষে প্রায় ৪০ লক্ষ ভক্ত আসতে পারেন। ইতিমধ্যে, নয়া ঘাট জোন, নাগেশ্বরনাথ জোন, হনুমানগড়ী মন্দির জোন, কনক ভবন মন্দির জোনে যথাযথ নিরাপত্তা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
5/9

অযোধ্যায় নবমী মেলা শুরু হয়েছে ৯ এপ্রিল এবং শেষ হবে ১৭ এপ্রিল। পুলিশ ছাড়াও,শহর স্বাস্থ্য বিভাগ, অযোধ্যা পৌর কর্পোরেশন এবং শহরের বিদ্যুৎ বিভাগকেও সতর্ক করা হয়েছে, যাতে সমস্ত বিভাগ যথাযথভাবে দায়িত্ব পালন করে।
6/9

রাম নবমী উপলক্ষে রাম মন্দিরে প্রসাদ হিসাবে ১,১১,১১১ কেজি লাড্ডু পাঠানো হবে । দেওরাহ হংস বাবা ট্রাস্টের ট্রাস্টি অতুল কুমার সাক্সেনা জানিয়েছেন, দেওরাহ হংস বাবা ১,১১,১১১ কেজি লাড্ডু পাঠাবেন। তা বিতরণ করা হবে ভক্তদের মধ্যে।
7/9

গত ২২ জানুয়ারি রামলালার অভিষেকের দিনই দেওরাহ হংস বাবার ট্রাস্টের তরফে ৪০ হাজার কেজি লাড্ডু পাঠানো হয়েছিল।
8/9

রামলালার কপালে ঠিক দুপুর ১২ টার সময় এসে পড়বে সূর্যের আলো। যা ললাটে এঁকে দেবে সূর্যতিলক। সূত্রের খবর, প্রতি রাম নবমীর দুপুরেই সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে। আর এই কাজ সম্ভব হবে বহু বিজ্ঞানীর অক্লান্ত গবেষণায়। কারণ সূর্যরশ্মিকে প্রতিফলিত করাতে হবে রামলালার কপালে। আবার ওই নির্দিষ্ট সময়েই ।
9/9

মাত্র ৪ মিনিটের জন্য থাকবে এই তিলক। সূর্যের আলোর তিলক পরবেন রামলালা। প্রসার ভারতী এর লাইভ টেলিকাস্ট করবে। এদিনের জন্য অযোধ্যায় ১০০ টিরও বেশি জায়গায় এলইডি স্ক্রিন বসানো হবে।
Published at : 15 Apr 2024 08:14 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
