এক্সপ্লোর
Rath Yatra: এই যাত্রায় অংশ নিলে ১০০ যজ্ঞের ফল মেলে! সেই টানেই ছুটে যান ভক্তরা
Rath Yatra 2024: রথগুলি প্রস্তুত হলে, রাজা গজপতি প্রথমে তাদের পূজা করেন। এই সময়, রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের মণ্ডপ পরিষ্কার করেন।
এই রথযাত্রায় অংশ নিতে দেশ ও বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসেন
1/8

জগন্নাথ রথযাত্রায় মোট তিনটি রথ থাকে। ভগবান জগন্নাথের রথের নাম 'নন্দীঘোষ'। এই রথ লাল ও হলুদ রঙের। যেখানে দেবী সুভদ্রা কালো ও লাল রঙের 'দর্প দালান' রথে বসেন। লাল-সবুজ রথে 'তালধ্বজ'-এ বসেন ভাই বলরাম।
2/8

এই তিনটি রথের মধ্যে সবচেয়ে লম্বা হল ভগবান জগন্নাথের। যার উচ্চতা ৪৫.৫ ফুট। বাকি দুটি রথের উচ্চতা এর চেয়ে দেড় ফুট কম।
Published at : 02 Jul 2024 02:00 PM (IST)
আরও দেখুন






















