এক্সপ্লোর
Shiv Puja: সোমবার শিবপুজোয় কী কী কাজ করলে রুষ্ট হন মহাদেব?
Lord Shiva:ভগবান শিবের আরাধনা করলে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে
শিব পুজোর কিছু বিশেষ নিয়ম আছে
1/7

সোমবার ভগবান শঙ্করকে উৎসর্গ করা হয়। ভোলেনাথকে পরম পিতা, রক্ষক এবং ধ্বংসকারী হিসাবে বিবেচনা করা হয়। ভগবান শিবের আরাধনা করলে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে।
2/7

এটা বিশ্বাস করা হয় যে ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ এবং খুব সহজেই ভক্তদের প্রতি সন্তুষ্ট হন। শিব পুজোর কিছু বিশেষ নিয়ম আছে। শিব পুজোয় কিছু জিনিস ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই শিব পুজো সংক্রান্ত এই নিয়ম সম্পর্কে।
Published at : 12 May 2024 08:44 PM (IST)
আরও দেখুন






















