এক্সপ্লোর
Surya Grahan 2023: দেবীপক্ষের সূচনার আগেই মহালয়ায় লাগবে সূর্যগ্রহণ, কখন, কোথা থেকে দেখা যাবে?
বাংলা ক্যালেন্ডার বলছে, এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৪ অক্টোবর, যে দিন আবার মহালয়া।
![বাংলা ক্যালেন্ডার বলছে, এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৪ অক্টোবর, যে দিন আবার মহালয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/50e5df6cae275c02f955fd60071e1bb3169225174558853_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সূর্যগ্রহণ, কখন, কোথা থেকে দেখা যাবে?
1/8
![বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিলে। আর ২০২৩ এর অক্টোবর মাসে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণও হতে চলেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/837bb8f81c6a7f459ce13f353ee61042421f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিলে। আর ২০২৩ এর অক্টোবর মাসে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণও হতে চলেছে।
2/8
![অক্টোবর মানেই দুর্গাপুজোর আগমনী। আর বাংলা ক্যালেন্ডার বলছে, এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৪ অক্টোবর, যে দিন আবার মহালয়া। অর্থাৎ পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/6e3a41cafa15aa0eaee75a9efa07f131c39bc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অক্টোবর মানেই দুর্গাপুজোর আগমনী। আর বাংলা ক্যালেন্ডার বলছে, এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৪ অক্টোবর, যে দিন আবার মহালয়া। অর্থাৎ পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা।
3/8
![পঞ্জিকা বলছে, এদিন অর্থাৎ ১৪ তারিখ রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু এবং চলবে মাঝ রাত পার করে। গ্রহণ ছেড়ে যাবে ১৫ অক্টোবর রাত ২টো ২৫ মিনিটে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/2fdf0472ee19b7db3b72ed535390c8948cb55.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পঞ্জিকা বলছে, এদিন অর্থাৎ ১৪ তারিখ রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু এবং চলবে মাঝ রাত পার করে। গ্রহণ ছেড়ে যাবে ১৫ অক্টোবর রাত ২টো ২৫ মিনিটে।
4/8
![বাংলা ক্যালেন্ডার বলছে, সেদিন আশ্বিন মাসের অমাবস্যা তিথি। এই সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে? প্রশ্ন সকলের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/138182f0f4c8e07ac80908242a7a23772e023.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলা ক্যালেন্ডার বলছে, সেদিন আশ্বিন মাসের অমাবস্যা তিথি। এই সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে? প্রশ্ন সকলের।
5/8
![এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অতলান্তিক মহাদেশ থেকে। তবে এদেশ থেকে দেখা না যাওয়ারই কথা, ভারত থেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/837bb8f81c6a7f459ce13f353ee61042418fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অতলান্তিক মহাদেশ থেকে। তবে এদেশ থেকে দেখা না যাওয়ারই কথা, ভারত থেকে।
6/8
![বিশ্বাস করা হয়, গ্রহণের সময়ে মাথা চাড়া দেয় নানা নেতিবাচক শক্তি। এর ফলে সময়টিকে অশুভ বলা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/bf6b70b185bfb3c564f7f1aa5afd43dd9fe5c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্বাস করা হয়, গ্রহণের সময়ে মাথা চাড়া দেয় নানা নেতিবাচক শক্তি। এর ফলে সময়টিকে অশুভ বলা হয়।
7/8
![জ্যোতিষ শাস্ত্র বলছে, সূর্যগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, সূতক সময় শুরু হয়। এই সময়টা রান্না বা খাওয়া কোনোটাই করা উচিত নয়, কারণ এই সময়ে নিঃসৃত জেগে ওঠা নেতিবাচক শক্তি খাদ্য ও পানীয়কেও অশুদ্ধ করে দেয়। যদিও এই ভাবনার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/38f403ac935d6931c3d60d459b8540307e836.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জ্যোতিষ শাস্ত্র বলছে, সূর্যগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, সূতক সময় শুরু হয়। এই সময়টা রান্না বা খাওয়া কোনোটাই করা উচিত নয়, কারণ এই সময়ে নিঃসৃত জেগে ওঠা নেতিবাচক শক্তি খাদ্য ও পানীয়কেও অশুদ্ধ করে দেয়। যদিও এই ভাবনার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না।
8/8
![ভারতে এই বছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল গত ২০ এপ্রিল। ৫ মে হয়েছিল চন্দ্রগ্রহণ। তবে এই দুটি গ্রহণই ভারত থেকে দেখা যায়নি। এবারও বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে না ভারতে। এরপর ২৯ অক্টোবর হবে ২০২৩ সালের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/38f403ac935d6931c3d60d459b8540300dd42.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতে এই বছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল গত ২০ এপ্রিল। ৫ মে হয়েছিল চন্দ্রগ্রহণ। তবে এই দুটি গ্রহণই ভারত থেকে দেখা যায়নি। এবারও বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে না ভারতে। এরপর ২৯ অক্টোবর হবে ২০২৩ সালের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ।
Published at : 17 Aug 2023 11:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)