এক্সপ্লোর
Tarapith : উল্টোরথেও পরিক্রমায় মা-তারা, কেন এদিন মন্দিরের বাইরে বের হন দেবী ?
‘রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।’ রথযাত্রায় লোকে লোকারণ্য তারাপীঠ।

উল্টোরথে মা-তারা
1/7

তারাপীঠ মন্দিরের বৈশিষ্ট্য হল, প্রতিবছর এখানে মহাসমারোহে রথযাত্রা পালন করা হয়। তবে মা তারাকে নিয়ে মন্দির প্রদক্ষিণ করে রথ। এদিনও রথের উপরে তারামায়ের ছবি বসিয়ে পুজো করেন সেবায়েতরা।
2/7

‘রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।’ রথযাত্রায় লোকে লোকারণ্য তারাপীঠ।
3/7

জনারণ্য শক্তিপীঠ। রথে বেরোলেন দেবী। উল্টোরথেও। বিশ্বাস, মা এদিন দেখেন তাঁর ভক্তরা সব কেমন আছে।
4/7

সাধক বামাক্ষাপার সময় থেকে এখানে তারা মাকে রথে বসিয়ে জগন্নাথ রূপে বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়। অন্য মতে, সাধক দ্বিতীয় আনন্দনাথের সময় থেকে এই বিশেষ পুজো-অর্চনা শুরু হয়।
5/7

রথযাত্রা উপলক্ষ্যে এবারও অপরূপ সাজে সেজে উঠেছিলেন তারা-মা। তিনি এদিন উজাড় করে আশীর্বাদ করেন ভক্তদের।
6/7

১৭ ফুট উঁচু পিতলের তৈরি রথে মাকে বসিয়ে ঘোরানো হয় এলাকায়। এভাবেই রথ ও উল্টোরথের দিন ঘোরেন মা - তারা।
7/7

উল্টো রথযাত্রা উপলক্ষ্যে এবার তারাপীঠে ভিড় ছিল চোখে পড়ার মতো।
Published at : 16 Jul 2024 08:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
