এক্সপ্লোর
Vat Savitri Vrat: প্রেম ও ভক্তির অদ্ভুত নিদর্শন বট সাবিত্রী ব্রত, করতে হয় কী?
স্বামী ও সন্তানদের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বী মহিলারা পালন করে থাকেন বট সাবিত্রী ব্রত। নারদ পুরাণ অনুযায়ী এই ব্রত জ্যৈষ্ঠ অমাবস্যা ও পূর্ণিমা দুদিনই পালন করা যেতে পারে।
ছবি সৌজন্য- পিটিআই
1/9

সনাতন ধর্মের কিংবদন্তি অনুযায়ী বলা হয় যে জ্যৈষ্ঠ অমাবস্যার দিন দেবী সাবিত্রী মৃত্যুর দেবতা যমরাজাকে তাঁর স্বামী সত্যবানের জীবন ফিরিয়ে দিতে বাধ্য করেছিলেন। যমরাজ তাঁর ভক্তিতে এতটাই খুশি হয়েছিলেন যে তিনি তাঁর মৃত স্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই বিবাহিত মহিলারা বট গাছের কাছে প্রার্থনা করেন পরিবারের মঙ্গলের জন্য এবং সাবিত্রীকে দেবী সাবিত্রী হিসেবেও পুজো করা হয়। (ছবি সৌজন্য-পিটিআই)
2/9

প্রেম ও ভক্তির অদ্ভুত নির্দশন হিসেবে মানা হয় বট সাবিত্রী ব্রতকে। এই ব্রত পালন করে পরিবারের শ্রীবৃদ্ধি আর স্বামী ও সন্তানদের মঙ্গল কামনায় প্রার্থনা করেন বিবাহিত মহিলারা। (ছবি সৌজন্য-পিটিআই)
Published at : 06 Jun 2024 10:48 PM (IST)
আরও দেখুন






















