এক্সপ্লোর
Anti Aging Drugs for Dogs: বুড়ো হবে না আপনার প্রিয় পোষ্য, সারমেয়দের অমরত্ব বাঁধা নয়া ওষুধে? শীঘ্রই আসছে বাজারে
Anti Aging for Dogs: প্রিয় পোষ্যকে হারানোর ভয় পান সকলেই। শীঘ্রই মিলতে পারে সুরাহা।
![Anti Aging for Dogs: প্রিয় পোষ্যকে হারানোর ভয় পান সকলেই। শীঘ্রই মিলতে পারে সুরাহা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/30cc83f5feff070aa63b016f2cb0b0061702968244543338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: পিক্সাবে।
1/10
![শরীরচর্চা, রূপচর্চা যতই করা হোক না কেন, তা দিয়ে বার্ধক্য ঠেকিয়ে রাখা সম্ভব নয়। একদিন না একদিন বার্ধক্যের সামনে কাবু হতে হবেই। আজ বলে নয়, যুগ যুগ ধরে এমনটাই চলে আসছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/ca538c343179bf0fbdfab6cd10469afd485dd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শরীরচর্চা, রূপচর্চা যতই করা হোক না কেন, তা দিয়ে বার্ধক্য ঠেকিয়ে রাখা সম্ভব নয়। একদিন না একদিন বার্ধক্যের সামনে কাবু হতে হবেই। আজ বলে নয়, যুগ যুগ ধরে এমনটাই চলে আসছে।
2/10
![কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির দৌলতে শীঘ্রই পাল্টে যেতে পারে চিরকালীন এই ধ্যান-ধারণা। কারণ বার্ধক্য ঠেকিয়ে রাখার ওষুধ ঘিরে শোরগোল পড়ে দিয়েছে চারিদিকে। অমরত্বপ্রাপ্তিতে আর বেশি দেরি নেই বলেও দাবি উঠে আসছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/a269962fe1424e1ca3e68c328b9fed6166086.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির দৌলতে শীঘ্রই পাল্টে যেতে পারে চিরকালীন এই ধ্যান-ধারণা। কারণ বার্ধক্য ঠেকিয়ে রাখার ওষুধ ঘিরে শোরগোল পড়ে দিয়েছে চারিদিকে। অমরত্বপ্রাপ্তিতে আর বেশি দেরি নেই বলেও দাবি উঠে আসছে।
3/10
![আমেরিকায় বার্ধক্য প্রতিরোধী ওষুধের আবিষ্কার হয়েছে, যাতে পূর্ণবয়স্ক সারমেয়র আয়ু একধাক্কায় বেড়ে যাবে বলে দাবি করা হয়েছে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাটমিনিস্ট্রেশনের থেকে ওষুধের ছাড়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/62bf1edb36141f114521ec4bb41755794296e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আমেরিকায় বার্ধক্য প্রতিরোধী ওষুধের আবিষ্কার হয়েছে, যাতে পূর্ণবয়স্ক সারমেয়র আয়ু একধাক্কায় বেড়ে যাবে বলে দাবি করা হয়েছে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাটমিনিস্ট্রেশনের থেকে ওষুধের ছাড়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে।
4/10
![সান ফ্রান্সিসকোর Loyan সংস্থা ওই ওষুধটি তৈরি করেছে। ওষুধটির নাম Loy-001. নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিক কয়েকটি মাপকাঠিতে ইতিমধ্যেই উতরে গিয়েছে ওষুধটি। অর্থাৎ বার্ধক্য প্রতিরোধে তার কার্যকারিতা লক্ষ্য করা গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/8df7b73a7820f4aef47864f2a6c5fccf46943.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সান ফ্রান্সিসকোর Loyan সংস্থা ওই ওষুধটি তৈরি করেছে। ওষুধটির নাম Loy-001. নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিক কয়েকটি মাপকাঠিতে ইতিমধ্যেই উতরে গিয়েছে ওষুধটি। অর্থাৎ বার্ধক্য প্রতিরোধে তার কার্যকারিতা লক্ষ্য করা গিয়েছে।
5/10
![শর্তসাপেক্ষে ওষুধটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে পাঁচ বছরের জন্য ছাড়পত্র দেওয়া হয়। তার মধ্যে ওষুধটি সম্পর্কে বাকি তথ্যপ্রমাণ জোগাড় করে জমা দিতে হয়। সব তথ্যপ্রমাণ তুলে দিতে পারলে চিরকালীন ছাড়পত্র মেলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/9414a8f5b810972c3c9a0e2860c07532c46d0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শর্তসাপেক্ষে ওষুধটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে পাঁচ বছরের জন্য ছাড়পত্র দেওয়া হয়। তার মধ্যে ওষুধটি সম্পর্কে বাকি তথ্যপ্রমাণ জোগাড় করে জমা দিতে হয়। সব তথ্যপ্রমাণ তুলে দিতে পারলে চিরকালীন ছাড়পত্র মেলে।
6/10
![পূর্ণ ছাড়পত্রপ্রাপ্ত, বার্ধক্য প্রতিরোধী কোনও ওষুধ এই মুহূর্তে বাজারে নেই। Loyal সংস্থার সিইও সেলিন হালিওয়া বলেন, “এই মুহূর্তে আমেরিকায় বড় আকারের সারমের ২.৫ কোটি প্রজাতি রয়েছে। তাঁদের আয়ু আরও বাড়তে পারে।”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/edab7ba7e203cd7576d1200465194ea8a9dc1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পূর্ণ ছাড়পত্রপ্রাপ্ত, বার্ধক্য প্রতিরোধী কোনও ওষুধ এই মুহূর্তে বাজারে নেই। Loyal সংস্থার সিইও সেলিন হালিওয়া বলেন, “এই মুহূর্তে আমেরিকায় বড় আকারের সারমের ২.৫ কোটি প্রজাতি রয়েছে। তাঁদের আয়ু আরও বাড়তে পারে।”
7/10
![Loyal সংস্থার তরফে জানানো হয়েছে, বার্ধক্যের গতি শ্লথ করে দিতে সক্ষম তাদের তৈরি ওষুধ Loy-001. সারমেয়র শরীরের IGF-1 হরমোন বার্ধক্যকের গতিবৃদ্ধি করে। Loy-001 ওই হরমোনের কার্যকারিতাকে প্রভাবিত করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/db3a17f7bcac837ecc1fe2bc630a5473a9451.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Loyal সংস্থার তরফে জানানো হয়েছে, বার্ধক্যের গতি শ্লথ করে দিতে সক্ষম তাদের তৈরি ওষুধ Loy-001. সারমেয়র শরীরের IGF-1 হরমোন বার্ধক্যকের গতিবৃদ্ধি করে। Loy-001 ওই হরমোনের কার্যকারিতাকে প্রভাবিত করে।
8/10
![শুধু বার্ধক্যের গতি শ্লথ করাই নয়, সারমেয়দের শরীরে বার্ধক্যজনিত যে সমস্ত অসুখ দানা বাধে, তাদের তৈরি ওষুধ তাও ঠেকাতে সক্ষম বলে জানিয়েছে Loyal.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/e89666feb714ab9c3946f28f00c5d8c44d737.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু বার্ধক্যের গতি শ্লথ করাই নয়, সারমেয়দের শরীরে বার্ধক্যজনিত যে সমস্ত অসুখ দানা বাধে, তাদের তৈরি ওষুধ তাও ঠেকাতে সক্ষম বলে জানিয়েছে Loyal.
9/10
![এখনও পর্যন্ত আমেরিকার নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে পূর্ণ ছাড়পত্র পায়নি Loyal সংস্থার তৈরি ওই ওষুধ। তার জন্য ধাপে ধাপে ক্লিনিকাল ট্রায়াল চলছে। সব ঠিক থাকলে, নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পেলে, ২০২৬ সাল নাগাদ সারমেয়দের বার্ধক্য প্রতিরোধী ওষুধ বাজারে পৌঁছে দেওয়া যাবে বলে আশাবাদী Loyal.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/85b6f89b41cae26786ac72365fff771b5acb9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখনও পর্যন্ত আমেরিকার নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে পূর্ণ ছাড়পত্র পায়নি Loyal সংস্থার তৈরি ওই ওষুধ। তার জন্য ধাপে ধাপে ক্লিনিকাল ট্রায়াল চলছে। সব ঠিক থাকলে, নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পেলে, ২০২৬ সাল নাগাদ সারমেয়দের বার্ধক্য প্রতিরোধী ওষুধ বাজারে পৌঁছে দেওয়া যাবে বলে আশাবাদী Loyal.
10/10
![পশু চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত সারমেয়দের আয়ু ১০ থেকে ১৩ বছর হয়। চেহারা যাদের বড়, সেই সব দ্রুত বৃদ্ধ হয়, যার জন্য দায়ী IGF-1 হরমোন। কারণ আকারে বড় সারমেয়দের শরীরে এই হরমোনের জোগানও বেশি। আপাতত তাদের আয়ুবৃদ্ধির দিকেই নজর Loyal-এর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/64b8299d1597b8a5c7b9cb9c88642f6c9647d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পশু চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত সারমেয়দের আয়ু ১০ থেকে ১৩ বছর হয়। চেহারা যাদের বড়, সেই সব দ্রুত বৃদ্ধ হয়, যার জন্য দায়ী IGF-1 হরমোন। কারণ আকারে বড় সারমেয়দের শরীরে এই হরমোনের জোগানও বেশি। আপাতত তাদের আয়ুবৃদ্ধির দিকেই নজর Loyal-এর।
Published at : 19 Dec 2023 12:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)