এক্সপ্লোর
Anti Aging Drugs for Dogs: বুড়ো হবে না আপনার প্রিয় পোষ্য, সারমেয়দের অমরত্ব বাঁধা নয়া ওষুধে? শীঘ্রই আসছে বাজারে
Anti Aging for Dogs: প্রিয় পোষ্যকে হারানোর ভয় পান সকলেই। শীঘ্রই মিলতে পারে সুরাহা।
ছবি: পিক্সাবে।
1/10

শরীরচর্চা, রূপচর্চা যতই করা হোক না কেন, তা দিয়ে বার্ধক্য ঠেকিয়ে রাখা সম্ভব নয়। একদিন না একদিন বার্ধক্যের সামনে কাবু হতে হবেই। আজ বলে নয়, যুগ যুগ ধরে এমনটাই চলে আসছে।
2/10

কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির দৌলতে শীঘ্রই পাল্টে যেতে পারে চিরকালীন এই ধ্যান-ধারণা। কারণ বার্ধক্য ঠেকিয়ে রাখার ওষুধ ঘিরে শোরগোল পড়ে দিয়েছে চারিদিকে। অমরত্বপ্রাপ্তিতে আর বেশি দেরি নেই বলেও দাবি উঠে আসছে।
Published at : 19 Dec 2023 12:18 PM (IST)
আরও দেখুন






















