এক্সপ্লোর
Atacama Desert: প্রায় ৪০০ বছর বৃষ্টি হয়নি একফোঁটাও, পৃথিবীর প্রাচীনতম মরুভূমি আতাকামা, মঙ্গলগ্রহের মাটির সঙ্গে রয়েছে অদ্ভূত মিল
Science News: পৃথিবীর সবচেয়ে রৌদ্রকরোজ্জ্বল এলাকা, প্রাচীনতম মরুভূমি আতাকামা এক বিস্ময়।
ছবি: পিক্সাবে।
1/11

সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ শুক্র। কিন্তু তাকে টেক্কা দিতে পারে পৃথিবীর এক মরুভূমি। কারণ শুক্রগ্রহের প্রায় সমান সূর্যকিরণ এসে পড়ে এই মরুভূমিতে। পৃথিবীর সবচেয়ে রৌদ্রকরোজ্জ্বল অংশ এই মরুভূমি।
2/11

দক্ষিণ আমেরিকার চিলের আন্দিজ পর্বত সংলগ্ন যে বিস্তীর্ণ মালভূমি অঞ্চল, তার অন্তর্গত আতাকামা মরুভূমিই পৃথিবীর বুকে অবস্থিত সবচেয়ে রৌদ্রকরোজ্জ্বল এলাকা। উচ্চতা প্রায় ১৩ হাজার ১২০ ফুট। নিরক্ষরেখা সংলগ্ন এলাকার থেকেও বেশি আলো পায় এই মরুভূমি।
Published at : 22 Jul 2023 04:17 PM (IST)
আরও দেখুন






















