এক্সপ্লোর
Black Hole: নক্ষত্রকে ছিন্নবিছিন্ন করল কৃষ্ণগহ্বর, মহাকাশে অব্যাহত ব্ল্যাক হোলের ধ্বংসলীলা
Black Hole Phenomenon: জ্যোতির্বিজ্ঞান জানায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে একটি করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে।
কোনও নক্ষত্র এর ধারে কাছে আসলেই মুহূর্তে ছিন্নবিছিন্ন হয় তারা
1/7

মহাকাশে যা থাকে, তার বিলীন হয় কৃষ্ণগহ্বরেই। মহাকাশবিজ্ঞানে এই ব্ল্যাক হোলকে বলা হয় 'ধ্বংসাত্মক রাক্ষস'। এঁদের মাধ্যাকর্ষণ বল এতটাই প্রবল হয় সমস্ত কিছু এই কৃষ্ণগহ্বরেই শেষ হয়। জ্যোতির্বিজ্ঞান জানায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে একটি করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে।
2/7

কোনও নক্ষত্র এর ধারে কাছে আসলেই মুহূর্তে ছিন্নবিছিন্ন হয় তারা। যদিও কোনও নক্ষত্রই এর কাছাকাছি দিয়েও যাতায়াত করে, তাহলে প্রচন্ড মাধ্যাকর্ষণ বলে কৃষ্ণগহ্বরের মধ্যে তাকে টেনে নিয়ে মৃত্যু ঘটায় এটি।
Published at : 02 May 2023 04:18 PM (IST)
আরও দেখুন






















