এক্সপ্লোর
Science News: উপর-নীচ, উত্তর-দক্ষিণ রয়েছে, নাকি মহাবিশ্ব আসলে দিকশূন্যপূর, জ্যোতির্বিজ্ঞান যা বলছে...
Space Science: কম্পাস দেখে উত্তর-দক্ষিণ নির্ণয় করি আমরা। মহাশূন্যেও কি সেই নিয়ম কার্যকর। নাকি কোনও তলই পাওয়া সম্ভব নয়!
ছবি: পিক্সাবে।
1/10

মাথার উপর খোলা আকাশ। পায়ের নীচে মাটি। বিজ্ঞান যদিও বলছে, পৃথিবীর উপরিতলে বসবাস আমাদের, তবে উপর-নীচ বলতে নিজস্ব ধারণা রয়েছে আমাদের।
2/10

কিন্তু মহাশূন্যের ক্ষেত্রেও কি উপর-নীচ বলে কিছু রয়েছে? এখনও পর্যন্ত মহাশূন্য থেকে যে সব ছবি-ভিডিও সামনে এসেছে, তাতে নভোচারীদের কার্যতই শূন্যে ভেসে বেড়াতে দেখা গিয়েছে। খাওয়া-দাওয়া, গল্পগাছা সবই ভেসে থাকতে থাকতে।
Published at : 01 Jul 2023 11:47 PM (IST)
আরও দেখুন






















