এক্সপ্লোর
Science News: মাটির নীচে ভাসমান অবস্থায় ঘোরাফেরা, ঠিক কয়টি টেকটোনিক পাত রয়েছে পৃথিবীর?
Tectonic Plates: পাহাড়-পর্বত, সাগর-মহাসাগরের সৃষ্টির নেপথ্যে তারাই। কয়টি টেকটোনিক পাত রয়েছে জানুন।
ছবি: পিক্সাবে।
1/10

উপর থেকে কিছু বোঝা না গেলেও, ভূগর্ভে একাধিক পাত সচল অবস্থায় রয়েছে। অর্থাৎ মাটির নীচে এদিক ওদিক ঘোরাঘুরি রয়েছে তাদের। এই ঘোরাঘুরির সময়ই একটি পাত অন্য পাতের উপর উঠে এলে বা মুখোমুখি ধাক্কা খেলে কম্পন অনুভব করেন পৃথিবীবাসী, যাকে বলা হয় ভূমিকম্প।
2/10

কিন্তু ভূগর্ভে এমন পাতের সংখ্যা একটি বা দু’টি নয়, অসংখ্য। কোটি কোটি বছর আগে পৃথিবীপৃষ্ঠ আজকের মতো কঠিন ছিল না। প্রচণ্ড তাপমাত্রায় সবকিছুই ছিল থকথকে। বছরের পর বছর ধরে ঠান্ডা হতে হতে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে।
Published at : 14 Oct 2023 06:12 PM (IST)
আরও দেখুন






















