এক্সপ্লোর
Iceland Volcano: প্রায় ৭০০০ বার কম্পন, লাভার স্রোত বইছে খাদ দিয়ে, বিধ্বংসী অগ্ন্যুৎপাত দেখতে ভিড় আইসল্যান্ডে
River of Lava: দু’সপ্তাহেরও বেশি সময় ধরে বয়ে চলেছে লাভার স্রোত। আগ্নেয়গিরিকে ঘিরে আইসল্যান্ডে শুরু পর্যটন।
বইছে লাভার স্রোত। ছবি: সংগৃহীত।
1/10

নয় নয় করে দু’সপ্তাহ অতিক্রম হতে চলেছে। আইসল্যান্ডে এখনও পর্যন্ত বিরাম নেই অগ্ন্যুৎপাতে। লাভায় ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। আগ্নেয়গিরি সংলগ্ন খাদে বইছে লাভার স্রোত।
2/10

শুধু তাই নয়, অগ্ন্যুপাতের তীব্রতা এতটাই যে, জ্বালামুখ পর্যন্ত খসে পড়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। আর সেই দৃশ্য দেখতেই ভিড় উপচে পড়ছে চারিদিকে। রীতিমতো তাঁবু খাটিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছন মানুষ। অগ্ন্যুৎপাতকে ঘিরে কার্যত নয়া পর্যটন শুরু হয়ে গিয়েছে।
Published at : 22 Jul 2023 05:40 PM (IST)
আরও দেখুন





















