এক্সপ্লোর
Moon Mission:শুরু মহাকাশচারী পাঠানোর তোড়জোড়, প্রাথমিক ভাবে নির্বাচিত বায়ুসেনার ৪ টেস্ট পাইলট! জানাল ISRO
ISRO On Moon Mission:চন্দ্রযান-৩ অভিযানের চোখধাঁধানো সাফল্য়ের পর এবার রকেটের গতিতে মহাকাশে নভোচর পাঠানোর তোড়জোড় শুরু করল ভারত।
শুরু মহাকাশচারী পাঠানোর তোড়জোড়, প্রাথমিক ভাবে নির্বাচিত বায়ুসেনার ৪ টেস্ট পাইলট! জানাল ISRO (ছবি:PTI)
1/8

চন্দ্রযান-৩ অভিযানের চোখধাঁধানো সাফল্য়ের পর এবার রকেটের গতিতে মহাকাশে নভোচর পাঠানোর তোড়জোড় শুরু করল ভারত। এদেশের দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO, বিষয়টি নিয়ে কতটা তৎপর, সে খবরও শুনিয়ে দিলেন এস সোমনাথ।
2/8

ISRO কর্তা এস সোমনাথ গত সপ্তাহে প্রকাশিত একটি দুরন্ত তথ্য প্রকাশ করেছেন। তাঁর দাবি, 'গগনযান অভিযান'-র মাধ্যমে মহাকাশ গবেষণার পরের ধাপে নিজেদের পরিসর বাড়াবে ভারত। সেখানেই ২-৩ জন মহাকাশচারীকে লো আর্থ অরবিটে পাঠানোর চেষ্টা করা হবে। এই মর্মে ভারতীয় বায়ুসেনার ৪ জন টেস্ট পাইলটকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে।
Published at : 12 Dec 2023 08:21 PM (IST)
আরও দেখুন






















