এক্সপ্লোর
Moon Mission:শুরু মহাকাশচারী পাঠানোর তোড়জোড়, প্রাথমিক ভাবে নির্বাচিত বায়ুসেনার ৪ টেস্ট পাইলট! জানাল ISRO
ISRO On Moon Mission:চন্দ্রযান-৩ অভিযানের চোখধাঁধানো সাফল্য়ের পর এবার রকেটের গতিতে মহাকাশে নভোচর পাঠানোর তোড়জোড় শুরু করল ভারত।

শুরু মহাকাশচারী পাঠানোর তোড়জোড়, প্রাথমিক ভাবে নির্বাচিত বায়ুসেনার ৪ টেস্ট পাইলট! জানাল ISRO (ছবি:PTI)
1/8

চন্দ্রযান-৩ অভিযানের চোখধাঁধানো সাফল্য়ের পর এবার রকেটের গতিতে মহাকাশে নভোচর পাঠানোর তোড়জোড় শুরু করল ভারত। এদেশের দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO, বিষয়টি নিয়ে কতটা তৎপর, সে খবরও শুনিয়ে দিলেন এস সোমনাথ।
2/8

ISRO কর্তা এস সোমনাথ গত সপ্তাহে প্রকাশিত একটি দুরন্ত তথ্য প্রকাশ করেছেন। তাঁর দাবি, 'গগনযান অভিযান'-র মাধ্যমে মহাকাশ গবেষণার পরের ধাপে নিজেদের পরিসর বাড়াবে ভারত। সেখানেই ২-৩ জন মহাকাশচারীকে লো আর্থ অরবিটে পাঠানোর চেষ্টা করা হবে। এই মর্মে ভারতীয় বায়ুসেনার ৪ জন টেস্ট পাইলটকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে।
3/8

এস সোমনাথ আরও জানান, পরের ধাপে দিনতিনেকের জন্য ওই মহাকাশচারীদের লো আর্থ অরবিটে রেখে নিরাপদে ফিরিয়ে আনাই এই ধাপের মহাকাশ অভিযানের লক্ষ্য।
4/8

ভারতীয় বায়ুসেনার যে ৪ জন টেস্ট পাইলটকে এই জন্য বেছে নেওয়া হয়েছে, তাঁরা আপাতত বেঙ্গালুরুর 'অ্যাস্ট্রোনট ট্রেনিং ফেসিলিটি'-তে অভিযানের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ নিচ্ছেন বলে খবর।
5/8

মহাকাশচারীদের নিয়ে যে প্রথম গগনযান অভিযান হওয়ার কথা, তাতে ক্রু মডিউল থাকবে। মহাকাশেও পৃথিবীর মতো বাসস্থানের অনুভূতি থাকবে ওই ক্রু মডিউলে।
6/8

তবে নভোচরদের নিয়ে মহাকাশ-অভিযান যে সম্পূর্ণ অন্য মাত্রার চ্যালেঞ্জ, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। মহাকাশচারী পাঠানোর আগে 'গগনযান'-র একাধিক স্তরে পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা।
7/8

গত ২১ অক্টোবর যেমন টেস্ট ভেহিকলের প্রথম 'ডেভলপমেন্ট ফ্লাইট' হয়। সে পর্বে মোটামুটি প্রায় প্রতিটি পর্যায়ই সফল ভাবে উতরে যায়।
8/8

তবে এখনও মহাকাশচারী নিয়ে অভিযানের আগে একাধিক পরীক্ষা বাকি। সেগুলির ধাপে ধাপে এবং বহু স্তরে সফল ভাবে শেষ হলেই নভোচরদের পাঠানোর কথা। তবে ইতিমধ্যে এই কাজের জন্য বায়ুসেনার যে ৪ জন টেস্ট পাইলটকে বেছে নেওয়া হয়েছে ও তাঁদের প্রশিক্ষণ চলছে, সেই খবরেই আশার আলো নানা মহলে।
Published at : 12 Dec 2023 08:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
