এক্সপ্লোর
Lunar Eclipse: শারদ পূর্ণিমাতেই ঢাকবে চাঁদ! কোন সময় ভারত থেকে দেখা যাবে গ্রহণ?
Chandra Grahan 2023: লক্ষ্মীপুজোর সময়েই চন্দ্রগ্রহণ?

লক্ষ্মীপুজোর সময়েই চন্দ্রগ্রহণ?
1/6

চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যা সম্পর্কে সবাই কৌতূহল প্রকাশ করে থাকে। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণেরও জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। আধ্যাত্মিক, পৌরাণিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
2/6

চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে ২৮ অক্টোবর গভীর রাতে। ভারতেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।
3/6

ভারতে ঘটবে এই চন্দ্রগ্রহণ ২৮/২৯ অক্টোবর সকাল ০১:০৫ মিনিটে শুরু হবে এবং ০২:২৪ পর্যন্ত চলবে।
4/6

দিল্লি, নয়ডা এবং পটনায় ০১:০৬ থেকে ০২:২২ পর্যন্ত এই গ্রহণ চলবে। সর্বাধিক গ্রহণের সময়, চাঁদের প্রায় ১২ শতাংশ পৃথিবীর পেনাম্ব্রা দ্বারা লুকিয়ে থাকবে।
5/6

মেষ রাশিতে এই চন্দ্রগ্রহণ ঘটবে। ভারত ছাড়াও এই চন্দ্রগ্রহণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং অন্যান্য স্থানেও দেখা যাবে।
6/6

চন্দ্রগ্রহণের সূতক সময়কাল চন্দ্রগ্রহণ শুরু হওয়ার প্রায় ৯ ঘন্টা আগে শুরু হয় এবং চন্দ্রগ্রহণের শেষের সঙ্গে শেষ হয়। এই সময়ে কোন শুভ কাজ করা হয় না কারণ এই সময়ে কোন শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময়ে কোন প্রকার পূজা করা হয় না। এই গ্রহন ভারতেও দেখা যাবে, তাই এর সূতক কালও ধরা হবে।
Published at : 26 Oct 2023 12:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
